মাস দুয়েক ধরে প্রায় নিয়ম করে ভরতের কোনও না কোনও প্রান্তে ভূমিকম্প হচ্ছে। এবার কম্পন অনুভূত হল নিকোবর দ্বীপপুঞ্জে। রিখটার স্কেলে যার তীব্রতা ছিল ৪.৩। রবিবার সকাল ৬টা ৩৮ মিনিটে এই কম্পন অনুভূত হয়েছে বলে জানিয়েছে ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি। এই সংস্থা জানিয়েছে, আন্দামান নিকোবরের রাজধানী পোর্ট ব্লেয়ার থেকে ২২২ কিমি দক্ষিণে এই ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল মাটির ১০ কিমি গভীরে। যদিও এই ভূমিকম্পে কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি এখনও। তবে এর ফলে যথেষ্ঠ আতঙ্ক ছড়িয়েছে নিকোবর দ্বীপে।
Earthquake of Magnitude:4.3, Occurred on 06-09-2020, 06:38:55 IST, Lat: 9.88 & Long: 94.01, Depth: 82 Km ,Location: Nicobar island— National Centre for Seismology (@NCS_Earthquake) September 6, 2020
for more information https://t.co/l97EirQco9 pic.twitter.com/C9QZCbHgLo
উল্লেখ্য, গত ২০ আগস্ট আন্দামানে ভূমিকম্প হয়েছিল। রিখটার স্কেলে যার তীব্রতা ছিল ৪.৭। অপরদিকে মৃদু ভূমিকম্পের খবর পাওয়া যাচ্ছে অরুনাচল প্রদেশেও। রবিবার সকাল সাড়ে সাতটা নাগাদ অরুনাচলের বিভিন্ন এলাকায় রিখটার স্কেলে ৩.৪ মাত্রার কম্পন অনুভুত হয়েছে। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে এই কম্পনের উপকেন্দ্রও ছিল মাটির ১০ কিমি গভীরে। উল্লেখ্য, গত শুক্রবার মহারাষ্ট্রেও মৃদু কম্পন রেকর্ড হয়েছিল। উত্তর মুম্বইয়ের বিস্তৃর্ণ এলাকায় ২.৭ মাত্রার কম্পন রেকর্ড করেছে জাতীয় ভূকম্পন কেন্দ্র।
Earthquake of Magnitude:3.4, Occurred on 06-09-2020, 07:30:05 IST, Lat: 27.83 & Long: 92.24, Depth: 10 Km ,Location: Tawang, Arunachal Pradesh— National Centre for Seismology (@NCS_Earthquake) September 6, 2020
for more information https://t.co/yagEUSHIbB pic.twitter.com/v1IgUYZopL
إرسال تعليق
Thank You for your important feedback