আইপিএল শুরু হতে আর মাত্র ৬ দিন বাকি। তার আগেই নাইটদের সংসারে যোগ দিলেন দুই ক্যারাবিয়ান তারকা সুনীল নারিন ও আন্দ্রে রাসেল। যদিও আমিরশাহি পৌঁছেই তাঁরা দলের সঙ্গে যোগ দিতে পারবেন না। ৬ দিনের জন্য তাঁদের থাকতে হবে বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে। তবে কেকেআর টিম ম্যানেজমেন্টের আশা প্রথম ম্যাচ থেকেই মাঠে নেমে পড়তে পারবেন দলের দুই ভরসা। ছয় দিন পর থেকে দলের সঙ্গে প্র্যাকটিস করতে পারবেন রাসেল ও সুনীল। তারকায় ঠাসা নাইট দলে নারিন ও রাসেলকে প্রাধান্য দিতেই হবে বলে অভিমত ক্রিকেট বিশেষজ্ঞদের। কলকাতা নাইট রাইডার্সের প্রথম ম্যাচ ২৩ সেপ্টেম্বর। সেই ম্যাচেই দলের হয়ে মাঠে নামতে পারেন দুজন।
#CantKeepCalm - 💪🏾 + 🔮✨have arrived from the Caribbean!@Russell12A @SunilPNarine74#KKRHaiTaiyaar #Dream11IPL pic.twitter.com/Udq9kaX0ab— KolkataKnightRiders (@KKRiders) September 13, 2020
إرسال تعليق
Thank You for your important feedback