বুধবারই এবারের আইপিএল অভিযান শুরু করছে কলকাতা নাইট রাইডার্স। প্রতিপক্ষ মুম্বই ইন্ডিয়ান্স। ফলে জোরদার অনুশীলন চালাচ্ছেন নাইটরা। দীর্ঘ প্রতীক্ষার পর ফের মাঠে নামতে চলেছে শাহরুখ খানের দল। ফলে নাইট ফ্যানদের মধ্যে উৎসাহ তুঙ্গে। এরমধ্যেই কলকাতা নাইট রাইডার্সের অফিসিয়াল টুইটার পেজ থেকে একটি ভিডিও শেয়ার করা হয়েছে। তাতে দেখা যাচ্ছে নেটে বিধ্বংসী মেজাজে ব্যাট করছেন ক্যারাবিয়ান তারকা। একের পর এক বল উড়িয়ে দিচ্ছেন অবলীলায়। তাঁর মধ্যে একটি বল সটান এসে লাগে স্ট্যাম্পে লাগানো ক্যামেরায়। শটে এত জোর ছিল যে সঙ্গে সঙ্গেই ক্যামেরার লেন্স চুর্ণ-বিচুর্ণ হয়ে যায়। ওই ভিডিওর সঙ্গে ট্যাগ লাইন লেখা হয়েছে, ‘রাসেল নিজের বিধ্বংসী ফর্ম অনুশীলনে দেখাচ্ছেন’। গত মরশুমে আন্দ্রে রাসেল কেকেআরের হয়ে ৫০৪ রান করেছিলেন, স্ট্রাইক রেট ৩০৪.৮১। যার মধ্যে ছিল পাঁচটি অর্ধশত রান। এবারও যে তিনি ওই ফর্মেই শুরু করতে চাইছেন সেটা কেকেআরের শেয়ার করা ভিডিও দেখেই বোঝা যাচ্ছে।
দেখুন ভিডিও...
💥 Oh gosh! That’s SMASHED - wait for the last shot..#MuscleRussell warming up to his devastating best!
— KolkataKnightRiders (@KKRiders) September 21, 2020
@Russell12A #KKRHaiTaiyaar #Dream11IPL pic.twitter.com/0NsOHJ2Pja
إرسال تعليق
Thank You for your important feedback