জনপ্রিয় পরিচালক অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে এবার যৌন হেনস্থার অভিযোগ তুললেন বাঙালি কন্যা তথা অভিনেত্রী পায়েল ঘোষ। বছর পাঁচেক আগে পায়েলের সঙ্গে অনুরাগ কাশ্যপের দেখা হয়, তিনি পায়েলকে তাঁর বাড়িতে আসতে বলেন। অভিনেত্রী তারঁ বাড়িতে যাওয়ার পর তাকে আলাদা ঘরে নিয়ে গিয়ে পরিচালক তাঁকে যৌন হেনস্থা করেন বলে অভিযোগ করেছেন পায়েল ঘোষ। শনিবার সন্ধ্যায় পায়েল টুইটারে লিখেছেন ‘অনুরাগ কাশ্যাপ আমার উপর বলপ্রয়োগ করেন এবং তা ভীষণই খারাপ ভাবে’।
@anuragkashyap72 has forced himself on me and extremely badly. @PMOIndia @narendramodi ji, kindly take action and let the country see the demon behind this creative guy. I am aware that it can harm me and my security is at risk. Pls help! https://t.co/1q6BYsZpyx
— Payal Ghosh (@iampayalghosh) September 19, 2020
তারপরই প্রধানমন্ত্রীর উদ্দেশে লেখেন ‘নরেন্দ্র মোদীজি দয়া করে ব্যবস্থা নিন, একজন সৃজনশীল মানুষের আড়ালে কোন দানব রয়েছে, গোটা দেশ তা দেখুক’। এরইসঙ্গে তিনি তাঁর নিরাপত্তা নিয়েও আশঙ্কা প্রকাশ করেছেন। সাহায্য প্রার্থনা করেছেন প্রধানমন্ত্রীর কাছ থেকে। অনুরাগের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছেন তিনি। অনুরাগের বিরুদ্ধে মুখ খুলেছেন অভিনেত্রী কঙ্গনাও। যাকে দুদিন আগেই পারলে চিনের সঙ্গে লড়ুন বলেছিলেন অনুরাগ। এবার কঙ্গনাও হ্যাশ মিটু ও অ্যরেস্ট অনুরাগ কাশ্যপ লিখেছেন। তাঁর কথায় ‘প্রত্যেকের আওয়াজই গুরুত্বপূর্ণ’। হিন্দি ছবি ‘প্যাটেল কি পাঞ্জাবি শাদি’ ও ‘সাথ নিভানা সাথিয়া’ সিরিয়ালে অভিনয় করেছেন পায়েল ঘোষ।
Every voice matters #MeToo #ArrestAnuragKashyap https://t.co/Pv1kGZIRr6
— Kangana Ranaut (@KanganaTeam) September 19, 2020
إرسال تعليق
Thank You for your important feedback