বলিউডে ‘আদিপুরুষ’ নামে একটি ছবি নির্মাণ করতে চলেছেন পরিচালক ওম রাউত। প্রযোজনায় ভূষণকুমার। যেখানে রামের চরিত্রে বাহুবলী খ্যাত স্টার প্রভাস থাকছেন, যা বহু আগে থেকেই স্থির হয়ে গিয়েছিল। তবে সীতার চরিত্র কে অভিনয় করবেন তা নিয়ে টালবাহানা চলছিল। একাধিক নাম উঠে এলেও বর্তমানে অনুষ্কার নামেই শিলমোহর পড়েছে বলে খবর। সুতরাং মেটারর্নিটি ব্রেকের পর আবার স্বমহিমায় ফিরতে চলেছেন অনুষ্কা শর্মা। ২০১৮য় ‘জিরো’ তে তাঁকে শেষ দেখা গিয়েছিল। এরমধ্যে কনটেন্ট প্রোডিউসারের কাজে মন দিয়ছিলেন। তবে সীতার চরিত্রের মধ্যে দিয়েই বড় পর্দায় কামব্যাক করছেন বিরাট পত্নী। আগামী বছরের শুরুতেই ডেলিভারি ডেট রয়েছে অনুষ্কার। তাই সম্ভবত ফেব্রুয়ারি বা মার্চেই শুটিংয়ে ফিরবেন তিনি। ছবিতে সইফ আলি খান ও অর্জুন কাপুরকেও দেখা যাবে।
إرسال تعليق
Thank You for your important feedback