সোপিয়ানে ‘সাজানো’ এনকাউন্টার, ভুল মেনে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা সেনার

জম্মু ও কাশ্মীরের সোপিয়ানে এক এনকাউন্টারে তিন জঙ্গি খতম হয়েছিল বলে দাবি করেছিল সেনাবাহিনী। কিন্তু পরে অভিযোগ ওঠে ওই তিনজনই স্থানীয় এক আপেল বাগানের কর্মী। ভুয়ো সংঘর্ষেই তাঁদের গুলি করে মারা হয়েছে। ঘটনাটি ঘটেছিল গত জুলাই মাসের ১৮ তারিখ। এই অভিযোগ ওঠার পরই তদন্ত শুরু করে সেনাবাহিনীর আধিকারিকরা। সেনার তদন্তেই উঠে আসে বিস্ফেরক তথ্য, জানা যায় ওই সংঘর্ষ সাজানো। ফলে অভিযুক্ত সেনা জওয়ানদের চিহ্নিত করেছে সেনা আধিকারিকরা। তাঁদের বিরুদ্ধে ইতিমধ্যেই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কাজ শুরু হয়েছে। সেনাবাহিনীর ‘কোর্ট অফ এনকোয়ারি’ জানিয়েছে, প্রাথমিক তদন্তে বেশ কিছু তথ্য-প্রমাণ পাওয়া গিয়েছে ওই দিন আফস্পা আইন (‌আর্মড ফোর্স স্পেশাল পাওয়ার অ্যাক্ট)‌ লঙ্ঘন করা হয়েছে।
ফলে শৃঙ্খলাভঙ্গের জন্য ওই অভিযুক্ত জওয়ানদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে। স্থানীয় বাসিন্দা ও নিহতদের পরিবারের দাবি, তারা মোটেও জঙ্গি ছিল না। সাজানো এনকাউন্টার (Fake Encounter) ঘটিয়ে তাদের মারা হয়েছে। নিহতরা প্রত্যেকেই সম্পর্কে তুতো ভাই এবং তাঁরা কাজের সন্ধানেই সোপিয়ানে গিয়েছিলেন। এই নিয়ে সোশাল মিডিয়ায় প্রতিবাদের ঝড় ওঠে কাশ্মীরে। ফলে চাপে পড়েই সেনা ‘কোর্ট অফ এনকোয়ারি’ গঠন করে এই ঘটনার তদন্ত করতে। যদিও জম্মু-কাশ্মীর পুলিশ এখনও তদন্ত চালাচ্ছে ওই আপেল বাগানের কর্মীদের কোনও জঙ্গিযোগ ছিল কিনা জানতে। পাশাপাশি নিহতদের ডিএনএ রিপোর্ট এখনও হাতে পায়নি সেনা কর্তৃপক্ষ।

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم