মাদক মামলায় এবার চাপ বাড়ছে সুশান্ত সিং রাজপুতের বান্ধবী রিয়া চক্রবর্তীর ওপর। শুক্রবারই গ্রেফতার হয়েছেন রিয়ার ভাই সৌভিক আর তাঁর ম্যানেজার স্যামুয়েল মিরান্ডা। তাঁদের দীর্ঘ ১০ ঘণ্টা জেরার পর গ্রেফতার করেছে নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো বা এনসিবি। জেরায় সৌভিক জানিয়েছে, তিনি রিয়ার কথাতেই সুশান্তের জন্য মাদক কিনতেন স্যামুয়েলের মাধ্যমে।
শনিবারই আদালতে তোলা হবে সৌভিক, স্যামুয়েলকে। সুশান্তের মৃত্যুর সঙ্গে মাদকের যোগ নিয়ে তদন্ত করছে তারা। আদালতে ব্যুরো বলেছে, মাজর কারবারি আবদুল বাসিত পরিহারের কাছে থেকে সৌভিক গাঁজা আর মারিজুয়ানা কিনতেন গুগল পে-র মাধ্যমে। এনসিবি যে ল্যাপটপ আর চ্যাট বাজেয়াপ্ত করেছে তা নিয়েও জেরা করা হবে তাঁদের। রিয়াকেও জিজ্ঞসাবাদের জন্য ডাকা হয়েছে। তাঁকেও গ্রেফতারের সম্ভাবনা রয়েছে। শুক্রবার ভোরে এনসিবি রিয়া-সৌভিকের এবং স্যামুয়েলের বাড়িতে তল্লাশি চালায়।
إرسال تعليق
Thank You for your important feedback