বার্সেলোনাতেই থাকছেন মেসি

অন্য কোথাও যাচ্ছেন না। বার্সেলোনাতেই থাকছেন লিওনেল মেসি। ২০২০-২০২১ মরসুমের শেষ পর্যন্ত তিনি পুরানো ক্লাবেই খেলবেন। মেসি নিজেই জানিয়েছেন, শুধুমাত্র বার্সেলোনার সঙ্গে আইনি ঝামলায় জড়াবেন না বলেই তিনি থেকে যাচ্ছেন। ৩৩ বছরের আর্জেন্টিনার তারকা মেসি গতমাসে নিজেই জানিয়েছিলেন, তিনি বার্সেলোনা ছাড়তে চান। তাঁর সঙ্গে চুক্তিতে বিনামূল্যে দলবদলের ধারা রয়েছে।
[আরও পড়ুন : ফের মেসি গুয়ার্দিওলা জুটি, জানালেন মেসির বাবা ]


অন্যদিকে, লা লিগার সমর্থনে বার্সেলোনা দাবি করেছে. মেসিকে ছাড়তে হলে দিতে হবে ৭০ কোটি ইউরো। ৬ বার বিশ্বসেরা ফুটবলারের সম্মান পাওয়া মেসি গোল ওয়েবসাইটকে জানিয়েছেন, তিনি খুশি নন। যেতেই চেয়েছিলেন। তার অনুমতি মেলেনি। কিন্তু মামলায় জড়াবেন না বলেই ক্লাবে থাকবেন তিনি। তাঁর কথায় জোশেফ মারিয়া বার্তোমিউয়ের নেতৃত্বে বার্সেলোনায় বিপর্যয় ঘটছে্। মেসি জানান, তিনি ক্লাবকে ভালোবাসেন বলেই বার্সেলোনার বিরুদ্ধে মামলায় যাবেন না। বার্সেলোনার সঙ্গে মেসির চুক্তি শেষ হচ্ছে আগামী বছরের ৩০ জুন। ক্লাবে থেকে যাওয়ায় মোসি ৮ কোটি ৩৪ লাখ ডলার লয়াল্টি ফি ছাড়াও কোনও ট্রান্সফার ফি ছাড়াই দলবদল করতে পারবেন। বার্সেলোনার হয়ে ৭৩১টি ম্যাচ খেলে মেসি ৩৪টি গোল করেছেন, গোল করায় সাহায্য করেছেন ২৮৫ বার।

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم