মুম্বইয়ে মারা গেলেন ডিন জোনস

 

 আইপিএল চলাকালীন দু:সংবাদ। কমেন্ট্রি করতে আসা প্রাক্তন অজি তারকা মারা গেলেন হৃদরোগে। তিনি ছিলেন অস্ট্রেলিয়ার ক্রিকেটের কিংবদন্তি। বৃহস্পতিবার প্রবল হৃদরোগে আক্রান্ত হয়ে জীবনাবসান হয়েছে ৫৯ বছরের ডিনের। তিনি স্টার স্পোর্টসের হয়ে আইপিএলের ধারাবিবরণী দিতে মুম্বইয়ে এসেছিলেন। তাঁকে কড়া স্বাস্থ্য সতর্কতার মধ্যে রাখা হয়েছিল শহরের সাততারা হোটেলে। ভারতীয় সাংবাদিকদের মধ্যে তিনি ছিলেন অসম্ভব জনপ্রিয়। বিশ্বের বহু আন্তর্জাতিক ম্যাচে তিনিই ছিলেন কমেন্টেটর। ধারাবিবরণীর মধ্যে রঙ্গ-রসিকতায় তিনি ছিলেন অদ্বিতীয়। অস্ট্রেলিয়ার মেলবোর্নে জন্ম ডিন জোনসের। ৫২টি টেস্ট খেলে করেছিলেন ৩৬৩১ রান। গড় ছিল ৪৬.৫৫। করেছিলেন ১১টি সেঞ্চুরি। তিনি ১৬৪টি একদিনের ম্যাচেও নেমেছিলেন। করেছিলেন ৭টি সেঞ্চুরি। অ্যালান বর্ডারের টিমে ডিন ছিলেন নির্ভরযোগ্য সহযোদ্ধা।

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم