টাইমস ম্যাগাজিনে ১০০ প্রভাবশালী তালিকায় জায়গা করে নিলেন বলিউড অভিনেতা আয়ুষ্মান খুরানা। তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন অনেকেই। শুভেচ্ছা জানিয়েছেন দীপিকা পাডুকোন যিনি নিজে ২০১৮ সালে টাইমসের ১০০ তালিকায় জায়গা করে নিয়েছিলেন। আয়ুষ্মানের প্রশংসায় দীপিকা লিখেছেন, ‘১.৩ বিলিয়ন দেশ ভারতে খুব অল্প কয়েকজন মানুষ নিজেদের স্বপ্ন সত্যি করতে পারে। এদের মধ্যে একজন আয়ুষ্মান। ওর প্রতিভা ও কাজের প্রতি একাগ্রতা ওকে এই পর্যায়ে নিয়ে এসেছে। যাঁরা জীবনে স্বপ্নপূরণ করতে চাও তাঁদের কাছে রোল মডেল হতে পারেন আয়ুষ্মান’। সম্মান পেয়ে আপ্লুত আয়ুষ্মান নিজেও। একজন শিল্পী হিসেবে তিনিও চান সমাজে যেন সুস্থ পরিবর্তন আসে। সিনেমার মাধ্যমে তিনি সদর্থক বার্তা দিতে চান। এটা সিস্টেমের প্রতি তাঁর বিশ্বাসকে আরও বাড়িয়ে দিল জানিয়ছেন তিনি। তিনি মনে করেন সিনেমার মাধ্যমে সমাজে পরিবর্তন আনা সম্ভব। ২০১২ সালে টেলিভিশনে উপস্থাপনার মাধ্যমে ক্যারিয়ার শুরু করা আয়ুষ্মান সুজিত সরকারের ভিকি ডোনার দিয়ে তার সিনেমার যাত্রা শুরু করেন।
إرسال تعليق
Thank You for your important feedback