বাবরি মামলায় সব অভিযুক্ত বেকসুর, রায় সিবিআই আদালতের

 

বাবরি মসজিদ ধ্বংস মামলায় সব অভিযুক্তকে বেকসুর খালাস করে দিল সিবিআইয়ের বিশেষ আদালত। আদালতের বিচারক সুরেন্দ্রকুমার যাদব মঙ্গলবার বাবরি ধ্বংস মামলার রায়ে বলেন, বাবরি মসজিদ ধ্বংস কোনও পূর্ব পরিকল্পিত ঘটনা ছিল না। অভিযুক্তদের বিরুদ্ধে তথ্যপ্রমাণ যথেষ্ট জোরদার নয়। বাবরি মসজিদ ধ্বংসের ২৮ বছর পর সেই মামলার রায় দিল সিবিআইয়ের বিশেষ আদালত। ১৯৯২ সালের ৬ ডিসেম্বর অযোধ্যায় বিতর্কিত মসজিদ ভাঙার মূল অভিযুক্তদের মধ্যে রয়েছেন বর্ষীয়ান বিজেপি নেতা লালকৃষ্ণ আদবানি, মুরলীমনোহর যোশী, কল্যাণ সিং, উমা ভারতী, বিনয় কাটিহার, সাধ্বী ঋতম্ভরা। বিচারপতি সুরেন্দ্রকুমার যাদব অভিযুক্ত ৩২ জনের সবাইকে আদালতে হাজির থাকার নির্দেশ দিলেও ৯২ বছরের আদবানি, ৮৬ বছরের যোশী ছিলেন না। উমা ভারতী করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। বাকিরা ভিডিও কনফারেন্সে যোগ দিয়েছেন বলে জানা গিয়েছে। সশরীরে থাকবেন গিরিরাজ সিং, ঋতম্ভরারা। গত ১ সেপ্টেম্বর এই মামলার চূড়ান্ত শুনানি হয়েছে। সিবিআইয়ের আদালতে মোট ৩৫১ জন সাক্ষ্য দিয়েছেন। সিবিআইয়ের তরফে তথ্যপ্রমাণ জমা পড়েছে প্রায় ৬০০টি। গোড়ায় ৪৮ জনের বিরুদ্ধে চার্জ গঠন করা হলেও তাদের মধ্যে ১৬ জন মারা গিয়েছেন। মূল অভিযোগ, অভিযুক্তরা ষোড়শ শতাব্দীর ঐতিহাসিক কাঠামো ভাঙার চক্রান্ত করেছে, করসেবকদের উৎসাহিত করেছে। উল্লেখ্য, এর আগে সুপ্রিম কোর্ট অযোধ্যার বিবাদিত জমি রামমন্দির নির্মাণের জন্য বরাদ্দ করে দিয়েছে। তেব শীর্ষ আদালত বলেছে, মসজিদ ভাঙা আইন বিরোধী কাজ। এই রায়কে ঘিরে দেশজুড়েই কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। লখনউয়ের আদালত চত্বরে মোতায়েন হয়েছে ২ হাজার পুলিশ।

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم