জামিন পেলেন না রিয়া, সৌভিক। শুক্রবার তাঁদের জামিনের আবেদন নাকচ করেছে মুম্বইয়ের বিশেষ আদালত। মাদক আইনে গ্রেফতার করা হয়েছে সুশান্ত সিং রাজপুতের বান্ধবী রিয়া চক্রবর্তী ও তাঁর ভাই সৌভিককে। তাঁরা ছাড়াও এই মামলায় ধৃত সুশান্তের ম্যানেজার স্যামুয়েল মিরান্ডা, পরিচারক দীপক সাওয়ন্ত, বান্দ্রার জায়েদ ভিলাত্রা, আবদেল বাসিত পরিহারও জামিনের আর্জি জানিয়েছিলেন। রিয়ার আইনজীবী জানিয়েছেন, তাদের সবারই আর্জি খারিজ হয়েছে। তাঁর আবেদনে রিয়া জানিয়েছেন, তিনি নির্দোষ। তাঁকে ফাঁসানো হয়েছে। তাঁদের বিরুদ্ধে অবৈধ জিনিস কেনার টাকা যোগানো এবং অপরাধীদের আড়াল করার অভিযোগ রয়েছে। উল্লেখ্য, একই অপরাধে অপরাধী কাইজান ইব্রাহিমকে ধরা হলেও তাকে নগদ জামিনে ছেড়ে দেওয়া হয়েছে। সূত্রের খবর, এই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে যেতে পারেন রিয়া।
إرسال تعليق
Thank You for your important feedback