ষষ্ঠ মাসে পড়ল করোনা আবহ। এই ৬ মাস গৃহবন্দি ছোট্ট শিশুরা। তাদের দিন কাটছে বাড়ি বা ফ্ল্যাটের অভ্যন্তরে। স্কুল বন্ধ, এ বয়সেই তাদের প্রাথমিক শিক্ষা চলছে ভার্চুয়ালে। বন্ধুবান্ধব কে কোথায় জানার বা যাওয়ার উপায় নেই। খেলার মাঠ বা পার্কে যাওয়া নিষিদ্ধ। তারা করবে কী? বাড়িতে বাবা মায়ের বকুনি, মাপা চলাফেরার আদেশ। খেলার মধ্যে মোবাইল গেম।
আজকের শিশুরা যেন অল্পবয়সেই তাদের শিশুমন হারিয়ে ফেলেছে।মনোবিদরা জানাচ্ছেন, এটা খুব ক্ষতি হচ্ছে। এই বয়সেই তারা একাকিত্বে ভুগছে। কিন্তু উপায় কী? এ ভাবে চললে ভবিষ্যতে শিশুরা ইউরোপ বা আমেরিকার শিশুদের মতো আত্মকেন্দ্রিক হয়ে যাবে বলে ধারণা মনোবিদদের|
إرسال تعليق
Thank You for your important feedback