‘কুলিং অফ’-এর জন্য সৌরভের BCCI-এর সভাপতিত্বের আয়ু ছিল ১১ মাস। কিন্তু ৩০ সেপ্টেম্বর BCCI-এর সাধারণ সভা হচ্ছে না। বোর্ডের নিয়ম প্রতি বছর ৩০ সেপ্টেম্বর সাধারণ সভা হবে এবং সময়মতো নির্বাচন করে নতুন কমিটি গঠন করা হবে।কিন্তু করোনা আবহে এখন কোনও সভা করা যাবে না বলে জানিয়েছে বোর্ড>আপাতত ৩ মাস পিছিয়ে দেওয়া হলো সভা অর্থাৎ ৩০ ডিসেম্বর অবধি বোর্ডের সভাপতি থাকছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। অবশ্য এর মধ্যে IPL টুর্নামেন্ট চলবে যার দায়িত্ব নিজের হাতে নিয়েছেন বাংলার দাদা। এর পাশাপাশি আদালতেও আবেদন করা হয়েছে যে, বর্তমান বোর্ড কমিটিকে আরও ৫ বছরের দায়িত্ব বাড়ানো হোক। অতএব ভারতীয় ক্রিকেটের সিংহাসনে মহারাজই রইলেন।
إرسال تعليق
Thank You for your important feedback