চিরকালই সেপ্টেম্বরের ১৭ মানেই বিশ্বকর্মা পুজো। হিন্দুদের এই একমাত্র পুজো যা কিনা ইংরেজি ক্যালেন্ডার ধরে হয়ে থাকে। বৃহৎ থেকে ক্ষুদ্রতম শিল্প যাদের, পুজো তারাই করে থাকে।কুমারটুলি থেকে বিভিন্ন মৃৎশিল্পীদের কাছে প্রতিমার বায়না বা অর্ডার আগে থেকেই করা হয়। এবার অর্ডার কম বলে আগাম আশঙ্কার কথা জানাচ্ছেন শিল্পীরা। করোনা আবহে বহু কলকারখানায় তালা ঝুলছে। হাওড়া সহ সারা ভারতে এই একই অবস্থা। মৃৎশিল্পীরা তা আন্দাজ করেই প্রতিমা বানাচ্ছেন কম। তারা এটাও জানে দুর্গা বা কালিপুজোতেও বিক্রি কম হবে। প্রশ্ন, তাঁরা যাবেন কোথায়?
إرسال تعليق
Thank You for your important feedback