বিহারের ভোটের মুখে বিজেপির প্রচারে উঠে এল সুশান্ত সিং রাজপুতের মুখ। সুশান্তের ছবি দিয়ে স্টিকার ও মাস্ক দেখা যাচ্ছে বিহারের বহু জায়গায়। বিজেপির সাংস্কৃতিক সেল কলা সংস্কৃতি মঞ্চের এই স্টিকারে লেখা, জাস্টিস ফর সুশান্ত। না ভুলেঙ্গে, না ভুলনে দেঙ্গে। মঞ্চের নেতা বরুণকুমার সিং জানিয়েছেন, তাঁরা আপাতত ৩০ হাজার স্টিকার আর ৩০ হাজার মাস্ক ছাপিয়েছেন। মুম্বইয়ে মৃত বিহারী অভিনেতার জন্য বিচার চাইতেই েই উদ্যোগ। বিহার বিধানসভার ভোটের আগে সুশান্ত কাণ্ডে পুরোপুরি রাজনীতির রং লেগে গিয়েছে। তাঁরা এনিয়ে মিছিল করেছেন। অনলাইনেও প্রচার চালাচ্ছেন তাঁরা। এই মৃত্যু তাদের নির্বাচনী ইস্যু নয় বলে দাবি করেছে বিজেপি। এটা আবেগের প্রশ্ন। পাটনার রাজীবনগর চকের নাম বদলে সুশান্ত সিং চক করারও দাবি উঠেছে। উল্লেখ্য, বিহার সরকার সুশান্তের মৃত্যুর সিবিআই তদন্তের প্রস্তাব দিয়েছিল।
إرسال تعليق
Thank You for your important feedback