সাতসকালে ভূমিকম্প নেপালে, কম্পন উত্তরবঙ্গেও

ফের ভূমিকম্প, এবার ভারতের প্রতিবেশী দেশ নেপালের মাটি কেঁপে উঠল ভূমিকম্পে। কম্পন অনুভূত হয়েছে উত্তরবঙ্গের একাধিক জেলাতেও। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৫.৩, রাজধানী কাঠমান্ডু কাছেই এর উপকেন্দ্র ছিল বলে জানা গিয়েছে। ভারতের জাতীয় ভূতাত্ত্বিক সর্বেক্ষণ সূত্রে জানা গিয়েছে বুধবার ভোর ৫টা নাগাদ নেপালের মাটি কেঁপে ওঠে। রাজধানী কাঠুমান্ডুর ৪৮ কিলোমিটার পূর্বে ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্পের উৎসস্থল ছিল। ৫টা ১৯ নাগাদ ফের একবার কম্পন অনুভুত হয় নেপালের সিন্ধুপালচক জেলার রামচেতে। রিখটার স্কেলে সেটির তীব্রতা ছিল ৬। ফলে এর প্রভাব পড়ে উত্তরবঙ্গের কয়েকটি জেলাতেও। এদিন ভোরে দার্জিলিং, জলপাইগুড়ি, দুই দিনাজপুর, আলিপুরদুয়ার এবং কোচবিহারেও কম্পন অনুভূত হয়েছে। তবে এর তীব্রতা খুব বেশি ছিলনা। নেপালের সীমান্ত লাগোয়া বিহারেও কম্পন অনুভূত হয়েছে। উল্লেখ্য ২০১৫ সালে যে বিধ্বংসী ভূমিকম্প হয়েছিল নেপালে। ওই ভূমিকম্পে ১০ হাজার মানুষের মৃত্যু হয়েছিল। সেবার রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭.৯। এবার কম্পনের মাত্রা অনেক কম হওয়ায় ক্ষয়ক্ষতির কোনও খবর মেলেনি।

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم