এবার কী রিয়াকে নিয়ে বায়োপিক?

অভিনয়ে বলিউডে সেভাবে ছাপ ফেলতে পারেনি রিয়া চক্রবর্তী। কিন্তু অভিযুক্ত রিয়া চক্রবর্তী কিন্তু ছাপিয়ে গিয়েছে অভিনেত্রী রিয়াকে। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুরহস্যের তদন্তে অভিযুক্ত হিসেবে উঠে আসে বান্ধবী রিয়া চক্রবর্তীর নাম। তিনটি কেন্দ্রীয় সংস্থা আলাদা আলাদা তদন্ত করছে সুশান্ত সিং রাজপুতের ঘটনার। এরমধ্যে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (NCB) বলিউডে মাদকযোগ নিয়ে তদন্ত শুরু করতে গিয়ে গ্রেফতার করেছে রিয়াকে। ফলে আলোচনার কেন্দ্রবিন্দু এখন রিয়া। আর এটাকে কাজে লাগিয়ে তাঁকে নিয়ে ডকুমেন্টারি বা বায়োপিক তৈরি করতে ইচ্ছা প্রকাশ করছেন বলিউডের প্রযোজকরা। এমনটাই খবর প্রকাশিত হয়েছে ‘মুম্বই মিরর’ পত্রিকায়। ওই প্রতিবেদনে বলা হয়েছে, দ্রুতই রিয়ার জীবন নিয়ে একটি ডকুমেন্টারি তৈরির কথা ভাবা হচ্ছে। এছাড়াও এক বৃহৎ প্রকাশনা সংস্থা চাইছে রিয়া কলমবন্দি করুক নিজের জীবনী। 

 

উল্লেখ্য, গত ৬ সেপ্টেম্বর গ্রেফতার হন রিয়া চক্রবর্তী। এরপর তাঁর জামিনের আবেদন খারিজ করে মুম্বইয়ের ম্যাজিস্ট্রেট আদালত ও সেশন কোর্ট তাঁকে আরও ১৪ দিনের জেল হেফাজতে পাঠায়। বোম্বে হাইকোর্টেও জামিনের আবেদন করেছে রিয়া ও তাঁর ভাই শৌভিকের আইনজীবী। মঙ্গলবারই এই আবেদনের শুনানি। সবমিলিয়ে সুশান্ত সিং রাজপুতের মৃত্যুরহস্য ও রিয়ার ভূমিকা এখন দেশ ছাড়িয়ে আন্তর্জাতিক মিডিয়াও কভার করছে। ফলে রিয়ার বায়োপিক তৈরি হলে বলিউডে ভালোই সারা পাবে বলে মনে করছেন চলচ্চিত্র বিশেষজ্ঞরা।

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم