অভিযোগ দুবার করোনা আক্রান্তকে নিয়ে দুবাই বিমান বন্দরে অবতরণ করেছিল এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বিমান। সেই কারণে ১৫ দিনের জন্য এই সংস্থার উড়ান দুবাই বিমান বন্দরে অবতরণে নিষেধাজ্ঞা জারি করল কর্তৃপক্ষ। জানা গিয়েছে ১৮ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর দুবাই রুটে বন্ধ থাকবে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের সমস্ত বিমান পরিষেবা। পাশাপাশি দুবাইয়ে নিয়ে যাওয়া করোনা আক্রান্তদের চিকিৎসা ও কোয়ারিন্টিনের যাবতীয় খরচও দিতে হবে এয়ার ইন্ডিয়াকেই। এমনই নির্দেশ দিয়েছে দুবাই অসামরিক বিমান পরিবহণ কর্তৃপক্ষ। তাঁরা আরও জানিয়েছে, ফের পরিষেবা শুরু করার জন্য, ভুল সংশোধনে কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তা সবিস্তার জানাতে হবে এয়ার ইন্ডিয়াকে।
إرسال تعليق
Thank You for your important feedback