প্রথম ম্যাচে মুম্বইকে হারালেও পরপর দুটি ম্যাচ হেরে গেল চেন্নাই সুপার কিংস। এবার দিল্লি ক্যাপিটালসের কাছে তিনবারের চ্যাম্পিয়নদের হারতে হল ৪৪ রানে। টস জিতে ফিল্ডিং নিয়েছিল চেন্নাই। রান তাড়া করে জেতাই ছিল লক্ষ্য। কিন্তু দিল্লির দুই ওপেনার পৃথ্বী শ ও শিখর ধাওয়ান এত ওপেনিং জুটিতে দু’জন তুলে ফেলেন ৯৪ রান। পৃথ্বী করেন ৪৩ বলে ৬৪। ধাওয়ান ২৭ বলে ৩৫। তিন নম্বরে নেমে ঋষভ পন্থ ২৫ বলে করলেন অপরাজিত ৩৭। অধিনায়ক শ্রেয়স আইয়ার করে যান ২২ বলে ২৬। ২০ ওভার শেষে দিল্লির সংগ্রহ ছিল ১৭৫/৩। চেন্নাই বোলারদের মধ্যে পীযূষ চাওলা ২ উইকেট পেলেন। জবাবে চেন্নাইয়ের শুরুটা হয় ঢিমেতালে। এদিনও ফাফ দুপ্লেসি ৩৫ বলে করেন ৪৩। ২৬ রান করেন কেদার যাদব। ধোনির পিচে নামার সময় আস্কিং রানরেট ছিল ওভারপিছু ১৮। কিন্তু ১২ বলে ১৫ করে ফিরে যান তিনি। চেন্নাইয়ের ইনিংস শেষ হয় ৭ উইকেটে ১৩১ রানে। দিল্লির কাগিসো রাবাডা পান ৩ উইকেট। অনরিচ নর্জের ২ উইকেট।
إرسال تعليق
Thank You for your important feedback