চেন্নাইকে হারিয়ে দুর্দান্ত জয় রাজস্থানের

  ১৬ রানে জয় পেল রাজস্থান। শারজায় নিজেদের দ্বিতীয় ম্যাচেই হারতে হল তিনবারের চ্যাম্পিয়ন চেন্নাইকে। এবারের আইপিএলের এই প্রথম কোনও দল ২০০ রানের গন্ডি পেরিয়েছে। মঙ্গলবার টস জিতে চেন্নাই সুপার কিংসের ক্যাপ্টেন মহেন্দ্র সিং ধোনি ব্যাট করতে পাঠান রাজস্থান রয়্যালসকে। অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের তারকা যশস্বী জয়সওয়াল রান না পেলেও অধিনায়ক স্টিভ স্মিথ ও সঞ্জু স্যামসন অবস্থার সামাল দেন। দু’‌জনের জুটিতে ওঠে ১২২ রান। স্মিথ করলেন ৪৭ বলে ৬৯। আর স্যামসন খেললেন ৩২ বলে ৭৪ রানের ঝোড়ো ইনিংস। রান আউট হয়ে যান ডেভিড মিলার। চেন্নাইয়ের বোলার স্যাম কারেন চার উইকেট নেন। আর এনগিডি ও পীযূষ চাওলা নিজেদের চার ওভারে দিলেন যথাক্রমে ৫৬ ও ৫৫ রান। জাদেজা দিয়েছেন ৪০ রান। জবাবে শুরুটা ভালোই করেছিল চেন্নাই। ওপেনিং জুটিতে ৫৬ রান করে ফেলেছিলেন শেন ওয়াটসন (‌৩৩)‌ ও মুরলি বিজয় (‌২১)‌। কিন্তু রাজস্থানকে ম্যাচে ফেরান রাহুল তেওয়াটিয়া। তিন উইকেট তাঁর দখলে। একা চেষ্টা করে গেলেন ফাফ ডু’‌প্লেসি। যদিও তাঁর ৩৭ বলে ৭২ দলকে জেতানোর জন্য যথেষ্ট ছিল না। যার মধ্যে ছিল সাতটি ছয়। ধোনি অপরাজিত থাকলেন ১৭ বলে ২৯ রান করে। গোটা ম্যাচে উঠল ৪১৬ রান। ম্যাচে দেখা গেল ৩৩টি ছয়। রাজস্থান ইনিংসে ১৭টি। আর চেন্নাই মারল ১৬টি ছয়।

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم