জোড়া প্রকল্পের শিলান্যাস করলেন মমতা

 

বুধবার পশ্চিমবঙ্গে ২টি প্রকল্পের শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর মধ্যে একটি বানতলা চর্মনগরীর দূষণ নিয়ন্ত্রণ প্রকল্পে ও অন্যটি দিঘায় একটি ২০০ মেগাওয়াট সৌর বিদ্যুৎ প্রকল্পে। ইউরোপের একাধিক দেশের সহযোগিতায় এই প্রকল্পগুলি হচ্ছে। বানতলার প্রকল্পে ৮০ শতাংশ অর্থ দেবে ইউরোপিয়ান ইউনিয়ন। ইতিমধ্যেই প্রশিক্ষণের জন্য ইতালি থেকে আনা হয়েছে মেশিন। বানতলা লেদার কমপ্লেক্সে ৫ লক্ষ কর্মসংস্থান হবে বলে মমতার দাবি। ১০০০ কোটি টাকায় নির্মিত বানতলায় বিনিয়োগের পরিমাণ দাঁড়াবে ৮০ হাজার কোটি টাকার। এর পাশাপাশি পূর্ব মেদিনীপুরে দিঘার কাছে ২০০ মেগাওয়াটের একটি সৌরবিদ্যুৎ প্রকল্পেরও সূচনা হল এদিন। ১২০০ কোটি টাকার এই প্রকল্পে ১০০০ কোটি বিনিয়োগ করেছে জার্মানির সংস্থা কেএফডব্লিউ। বাকি ২০০ কোটি টাকা দেবে রাজ্য সরকার। এই প্রকল্পে ইতিমধ্যেই দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হয়েছে। ভার্চুয়াল সভায় এদিন উপস্থিত ছিলেন ইউরোপিয়ান ইউনিয়নের প্রতিনিধি, জার্মানির উপ-রাষ্ট্রদূত স্টিফেন গাঁরভর ও ইতালির ডি লুকা। মমতা বলেন, ৬ মাস আগে ২০১৯ এর ডিসেম্বরে এই প্রকল্পগুলির মউ সাক্ষরিত হয়েছিল। এর আগে দিঘায় কেবল ল্যান্ডিং স্টেশনে প্রায় ১ হাজার কোটি টাকা জিও লগ্নি করছে বলেও জানিয়েছিলেন তিনি।

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم