ভোডাফোনের কাছে ২২,১০০ কোটির মামলা হারল ভারত

আন্তর্জাতিক সালিশি স্থায়ী আদালতে ভোডাফোনের কাছে ২২,১০০ কোটি টাকার মামলায় হেরে গেল ভারত। হেগের আদালত শুক্রবার রায় দিয়েছে, ভোডাফোনর কাছে আগেকার বকেয়া হিসেবে ওই টাকার দাবি সঠিক ও ন্যায্য ব্যবহার নয়। এটা এবিষয়ে শর্তভঙ্গ। আদালত ভারতকে ভোডাফোন গ্রুপকে মামলার খরচ বাবদ ৪ লাখ ৩০ হাজার ডলার মিটিয়ে দিতেও বলেছে। ২০১৬ সালে ভোডাফোন এই বিষয় নিয়ে হেগের আন্তর্জাতিক আদালতে যায়। ২০০৯ সালে মূলধনী আয়ের কর হিসেবে ভারত সরকার ভোডাফোনের কাছে ৭,৯৯০ কোটি টাকা দাবি করে। হাচিনসন হোয়ামপোয়ার ৬৭ শতাংশ শেয়ার কেনার জন্য এই দাবি। মোট দাবি দাঁড়ায় ২২,১০০ কোটি টাকার।

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم