আজ অর্থাৎ শনিবার সেই মাহেন্দ্রক্ষণ, দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে শুরু হচ্ছে আইপিএল। আর প্রথম ম্যাচেই মাঠে নামছেন মহেন্দ্র সিং ধোনি। তাঁকেও দীর্ঘ প্রতীক্ষার পর ফের ব্যাট হাতে দেখা যাবে ২২ গজে। গত বারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স এই ম্যাচে কিছুটা এগিয়ে থাকবে বলেই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। কারণ চেন্নাই শিবিরে করোনা হানা দেওয়ার পর প্রস্তুতিতে অনেকটাই ব্যঘাত ঘটেছে। অপরদিকে এবারের আইপিএল থেকে নিজেদের সরিয়ে নিয়েছিলেন সুরেশ রায়না ও হরভজন সিং। ফলে প্রথম দলের দুই অন্যতম ক্রিকেটার না থাকায় মানসিকভাবে অনেকটাই চাপে চেন্নাই শিবির।
তবে সকলের নজর এখন এমএস ধোনির দিকে। কারণ ২২ গজে ধোনির মতো ফিনিসার ক্রিকেট বিশ্বে বিরল। পাশাপাশি ক্রিকেট থেকে দীর্ঘ সময় দূরে সরিয়ে রাখার পর ফের একবার গ্লাভস ও ব্যাট হাতে মাঠে নামছেন ধোনি। ফলে তাঁর দিকেই তাঁকিয়ে চেন্নাই ফ্যানরা। তাঁর সঙ্গে রয়েছেন শেন ওয়াটসন, ফ্লাফ ডু’প্লেসি, ডোয়েন ব্রাভো, ইমরান তাহিরের মতো তারকারা। ফলে করোনা ভীতি কাটিয়ে ২২ গজে ২০ ওভারের যুদ্ধে হাল ছাড়তে নারাজ ধোনির চেন্নাই। অন্যদিকে রোহিত শর্মার দলে সকলের নজর থাকবে কায়রন পোলার্ডের দিকে। ক্যারাবিয়ান এই অলরাউন্ডার একাই ঘুরিয়ে দিতে পারেন ম্যাচের রং। শনিবার সন্ধ্যে সাতটায় শুরু ক্রিকেটের মহাযজ্ঞ।
إرسال تعليق
Thank You for your important feedback