১৬ ডিসেম্বরে মধ্যে রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ মেটাতে হবে। বুধবার স্যাট এমনই নির্দেশ দিয়েছে। স্যাট গতবছরের জুলাইয়ে নির্দেশ দিয়েছিল বকেয়া একবছরের মধ্যে দিতে হবে। কিন্তু রাজ্য সরকার রিভিউ পিটিশন দাখিল করে। কিন্তু তা খারিজ করে তাদের আগের রায়ই বহাল রেখেছিল স্যাট৷ নির্দিষ্ট তিনমাস কেটে গেলেও বকেয়া ডিএ পাননি কর্মচারীরা। এরপর হাইকোর্টে যান রাজ্য সরকারি কর্মীরা। তাঁদের অভিযোগ, স্যাটের নির্দেশ অমান্য করে রাজ্য সরকার আদালত অবমাননা করেছে। সেই মামলার ভার্চুয়াল শুনানির পর বুধবার স্যাট জানিয়ে দিয়েছে, আগামী ১৬ ডিসেম্বরের মধ্যে রাজ্য সরকারকে বকেয়া ডিএ মেটাতে হবে৷
إرسال تعليق
Thank You for your important feedback