কেন শ্যুটিংয়ের আগে জ্যাকেটের পকেট চেক করেন অনিল কাপুর?

 এক টুইটার ইউজার এস রামচন্দ্রন ১৯৯৭ সালের জুদাই সিনেমার মুঝে প্যায়ার হুয়া গানের একটি ভিডিও শেয়ার করছেন। গানের সেই দৃশ্যে দেখা যাচ্ছে অনিল কাপুর ও উর্মিলা মাতোন্ডকারকে। তবে অনিল কাপুরকে দেখা যাচ্ছে নিজের সানগ্লাস খুলে জ্যাকেটের পকেটে রাখার সময় পকেটই খুঁজে পাচ্ছেন না। ডানদিক বাঁদিক হাতড়ানোর পর নিজের টি শার্টের পকেটে রাখেন সেটি। জ্যাকেটের পকেট খুঁজে না পেয়ে খানিকটা যে তিনি বিব্রত ভিডিও টি জুম করে সেটিও বোঝানো হয়েছে। তবে অভিনয় দক্ষতায় তা বেশ সামলে নিয়েছেন অনিল। তবে এই মজার ভিডিওটি শেয়ার করে অনিল কাপুরও মজা করে লিখেছেন এই ঘটনার পর থেকে তিনি সবসময় শ্যুটিং শুরুর আগে পকেট চেক করে নেন।

 

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم