সুয়ারেজকে ছেড়েই দিল বার্সা, গন্তব্য আতলেটিকো মাদ্রিদ

 

বার্সেলোনার জার্সিতে গত মরশুমে সর্বোচ্চ গোলদাতা তিনিই। বার্সার ইতিহাসে লিও মেসি (৬৩৪) ও সিজার রদ্রিগেজের (২৩২) পর সবথেকে বেশি গোল তিনিই করেছেন। সেই উরুগুয়ান স্ট্রাইকার লুইস সুয়ারেজকে ছেড়েই দিল বার্সেলোনা। এই বিষয় নিয়েই লিওনেল মেসির সঙ্গে ক্লাবের শীর্ষকর্তাদের গোলমালের সূত্রপাত। বহু জলঘোলার পর অবশেষে মেসি এক মরশুমের জন্য বার্সায় থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু সুয়ারেজের সেই সৌভাগ্য হল না। বার্সা ছেড়ে দেওয়ায় আপাতত তাঁর গন্তব্য আতলেটিকে মাদ্রিদ। চুক্তির অঙ্ক ৭ মিলিয়ন ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ৫২ কোটি টাকা)। করোনা আবহে আর্থিক সঙ্কটে ভুগছে ইউরোপের বড় বড় ক্লাবগুলি। এই আর্থিক সমস্যা মেটানোর জন্যই বিভিন্ন ক্লাব ফুটবলারদের বিক্রি করে দিতে চাইছে।

                  

অপরদিকে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে বায়ার্নের কাছে ৮ গোলের লজ্জাজনক হারের পর কোচ বদল হয়েছে বার্সেলোনার। প্রাক্তন ডাচ তারকা রোনাল্ড কোম্যান এবার বার্সার কোচ। তিনিই সুয়ারেজকে ছেড়ে দেওয়ার ব্যাপারে শিলমোহর দেন। উরুগুয়ের স্ট্রাইকার বরাবরই মেসির ঘনিষ্ঠ। তাই সুয়ারেজকে ছাড়া নিয়ে স্পষ্টতই অসুন্তুষ্ট মেসিও ক্লাব ছাড়তে চান। কিন্তু চুক্তির জটে তাঁকে আরও এক বছর বার্সায় থাকতে হচ্ছে। অপরদিকে প্রধান কোচের কাছ থেকে বার্তা পেয়েই সুয়ারেজও নতুন ক্লাবের সন্ধান শুরু করেন। অবশেষে স্পেনেই থেকে গেলেন তিনি। গ্রিজম্যান বার্সায় যোগ দেওয়ায় আতলেটিকো মাদ্রিদের ভালো স্ট্রাইকারের অভাব ছিল। ফলে তাঁরাই সুয়ারেজকে সই করাল। অন্যদিকে ক্রোয়েশিয়ার তারকা ইভান রকিটিজকেও ছেড়ে দিয়েছে বার্সা। তিনি গেলেন অপর স্প্যানিশ ক্লাব সেভিয়ায়।

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم