গত ফেব্রুয়ারি থেকে কোনও ভারতীয় টিম মাঠে নামেনি। আইপিএলও খেলা হচ্ছে বন্ধ দরজায়। এই কঠিন অবস্থায় মুঠো শক্ত করতে শুরু করল বিশ্বের সবথেকে ধনী ক্রিকেট বোর্ড বিসিসিআই। শুরু করেছে ছাঁটাই। ন্যাশনাল ক্রিকেট আকাদেমির ১১ জন কোচের চুক্তির নবীকরণ হচ্ছে না। তাঁদের মধ্যে রয়েচেন দেশের প্রাক্তন পাঁচ ক্রিকেটার -- রমেশ পাওয়ার, এস এস দাস, হৃষিকেশ কানিতকর, সুব্রত ব্যানার্জি এবং সুজিত সোমসুন্দর। ইন্ডিয়ান এক্সপ্রেস জানাচ্ছে, প্রাক্তন জাতীয় ক্যাপ্টেন গতসপ্তাহেই কোচদের ছাঁটাইয়ের কথা জানিয়ে দিয়েছেন। ঘরোয়া ক্রিকেট তারকা সীতাংশু কোটাকও ছাঁটাই হচ্ছেন। এই কোটরা একবছরের জন্য ৩০ থেকে ৫৫ লাখ টাকার চুক্তিতে নিযুক্ত হয়েছিলেন। কেন তাঁরা ছাঁটাই হচ্ছেন তা তাঁদের জানানো হয়নি। গত তিনমাস ধরে তাঁরা ওয়েবিনারে যোগ দিচ্ছেন, পরিকল্পনায় অংশ নিচ্ছেন। আচমকাই তাঁদের চলে যেতে বলা হচ্ছে। ইতিমধ্যেই রাজ্যস্তরে টিমগুলির কোচ নিয়োগ হয়ে গিয়েছে। ফলে বিকল্প কাজ পাওয়া মুশকিল হবে। অন্যদিকে, বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট আকাদেমিতে প্রশিক্ষণ শুরু হয়ে গিয়েছে। সিনিয়র খেলোয়াড়রা ছাড়াও ইন্ডিয়া এ, আন্ডার ১৯ ও ২৩ খেলোয়াড়দের প্রশিক্ষণ হয় এখানে। উল্লেখ্য, বিসিসিআইয়ের তহবিলে রয়েছে ৫,৫২৬ কোটি টাকা, তার মধ্যে ২,৯৯২ কোটি ফিক্সড ডিপোজিট। এছাড়া, স্টার স্পোর্টসের সঙ্গে বিসিসিআইয়ের পাঁচবছরের চুক্তি রয়েছে, যার অর্থমূল্য ৬,১৩৮ কোটি টাকা।
إرسال تعليق
Thank You for your important feedback