করোনার ভয়ে সুইজারল্যান্ডের নামী স্কুলের প্রায় আড়াই হাজার পড়ুয়াকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। সেখানে ব্যক্তিগত পার্টি হয়েছিল বলে বুধবার জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ। সেখান থেকেই ব্যাপক হারে ছড়িয়েছে করোনা। লুসানের হসপিটালিটি ম্যানেজমেন্ট স্কুলইএইচএলের মোট ছাত্রছাত্রীদের ৭৫ ভাগকেই বাড়িতে থাকতে বলা হয়েছে। যারা ক্যাম্পাসে থাকে তাদেরও বাইরে বেরোতে বারণ করা হয়েছে। স্কুলটি এক বিবৃতিতে জানিয়েছে, বিভিন্ন বিভাগে বহু সংক্রমণের খবর এসেছে। এতজনের মধ্যে নির্দিষ্টভাবে লকডাউন করা অসম্ভব। কারণ মোট আড়াই হাজার পড়ুয়া জড়িত। এই স্কুলটি বিশ্বের এক নম্বর। এখানে পড়তে তিনবছরের খরচ ভারতীয় মুদ্রায় ১ কোটি ১৮ লাখ ২২ হাজার ৪০০ টাকা। এখানে পড়তে আসে দেশবিদেশের বহু ছাত্রছাত্রী। এখানে একাধিক পার্টি থেকেই করোনার বিস্তার হয়েছে। করোনার সংক্রমণ মাঝে কিছুটা কমলেও ফের বাড়তে শুরু করেছে। ফলে আবার কঠোর করা হয়েছে স্বাস্থ্যবিধি।
إرسال تعليق
Thank You for your important feedback