এক রূপান্তরকামীকে হেনস্থায় গ্রেফতার ট্রাফিক পুলিশের আধিকারিক


 

 রাতে এক রূপান্তরকামীকে হেনস্থার অভিযোগ উঠল কলকাতা পুলিশের এক আধিকারিকের বিরুদ্ধেই। ওই রূপান্তরকামীর অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত সাউথ ট্রাফিক গার্ডের অ্যাডিশনাল ওসিকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার রাত ৮টা নাগাদ সেন্ট্রাল অ্যাভিনিউতে হেনস্থার শিকার হন এক রূপান্তরকামী। তাঁর সঙ্গে এক বান্ধবী ও আরও দুই মহিলা ছিলেন। তাঁরা সকলেই ত্রাণের কাজে গিয়েছিলেন। ফেরার পথেই এই ঘটনা ঘটে বলে দাবি ওই রূপান্তরকামীর। অভিযোগ ওই পুলিসকর্মী তাঁদের গায়ে হাত দেন। চালককে মারধর করেন। এমনকি ওই রূপান্তরকামী ও তাঁর বন্ধুদের উদ্দেশে চুমু ছুঁড়তেও দেখা যায় তাঁকে। এরপরই তাঁরা ১০০ ডায়াল করে পুলিশে অভিযোগ করেন। ঘটনাস্থলে পৌঁছে যায় বউবাজার থানার পুলিশ। তবে ওই রূপান্তরকামী ও তাঁর সঙ্গীদের দাবি, বউবাজার থানাতেও তাঁদের অভিযোগ দায়ের করতে টালবাহানা করে। শেষপর্যন্ত পশ্চিমবঙ্গ রূপান্তরকামী উন্নয়ন পর্ষদের সদস্য ওই রূপান্তরকামী মহিলা লিখিত অভিযোগ দায়ের করতে সক্ষম হন। ওই রূপান্করকামী ও তাঁর সঙ্গীরা কয়েকটি ভিডিও তুলে রাখেন। যেগুলির সাহায্যেই তিনি অভিযোগ দায়ের করেন। পরে লালবাজার সূত্রে জানা গিয়েছে, সাউথ ট্রাফিক গার্ডের অ্যাডিশনাল ওসি অভিজিৎ চক্রবর্তীকে গ্রেফতার করা হয়েছে। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে বিভাগীয় তদন্তও চলবে।

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم