হঠাৎই মৃত্যু বলিউডের উঠতি অভিনেতা সুশান্ত সিং রাজপুতের। তারপরই শুরু নানান জল্পনার। মিডিয়া মহলে তখন একটাই খবর আত্মহত্যা না খুন। এই ঘটনায় জড়িয়ে যায় বলিউডের বহু সেলেব চরিত্রের নাম। তদন্তে নামে কেন্দ্রীয় গোয়েন্দা শাখাগুলি। কিন্তু আজ এতদিন বাদেও মৃত্যুরহস্য অন্তরালেই রয়েছে। এমন কোনও তথ্য আসেনি যা দিয়ে প্রমাণ করা যায় যে এটি ‘হত্যা’। এমন কোনও তথ্য আসেনি যা দিয়ে প্রমাণ করা যায় তাঁর টাকা কেউ আত্মস্যাৎ করেছে। বরং সম্পূর্ণ বিষয়টি এখন নেশা, ড্রাগ ইত্যাদিতে ঘুরে গেছে। কর্দমাক্ত হতে হচ্ছে বলিউডি সেলিব্রেটিদের। বিষয়টি রাজনীতির আঙিনাতেও ঢুকে পড়েছে। কিন্তু আদত জানা গেল কী? জানা গেল, সুশান্ত বহুদিন ধরে নানান নেশা করতেন। এবং রিয়া, অঙ্কিতা, সারা, শ্রদ্ধা, কৃতি ইত্যাদি বহু নারীসঙ্গে অভ্যস্ত ছিলেন সুশান্ত। নারী এবং নেশা তাঁর জীবনে চলার সাথী ছিল। গল্পের গরু গাছে তোলার মতো সুশান্ত কাণ্ড আমজনতাকে কিছুদিন মিডিয়ায় ব্যস্ত রাখছে মাত্র? এটাই প্রশ্ন।
إرسال تعليق
Thank You for your important feedback