যৌন হেনস্থা ও ধর্ষণ নিয়ে অভিনেত্রী পায়েল ঘোষের অভিযোগের ভিত্তিতে পরিচালক অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে এফআইআর দায়ের করল মুম্বই পুলিশ। অভিযেগ, ২০১৩ সালে পায়েলেরএই ঘটনা ঘটেছিল বলে দাবি করা হয়েছে। অনুরাগ গোটা বিষয়টিকেই মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন। মঙ্গলবার বেশি রাচে মু্মবইয়ের ভারসোবা থানায় এফআইআরটি দায়ের হয়েছে। আইনজীবীকে সঙ্গে নিয়ে পায়েল থানায় গিয়েছিলেন। পুলিশ তদন্তে নেমেছে। সাতবছর পুরানো এই ঘটনার ব্যাপারে অনুরাগকে জেরার জন্য ডাকা হবে। পায়েলের অভিযোগ, ২০১৩ সালে অনুরাগ তাঁকে ভারসোবার ইয়ারি রোডের ফ্ল্যাটে ধর্ষণ করেছিলেন। অনুরাগের পাল্টা, তাঁর মুখ বন্ধ করে দেওয়ার জন্যই চক্রান্ত হচ্ছে।
إرسال تعليق
Thank You for your important feedback