করোনা অতিমারির মোকাবিলায় রাষ্ট্রসংঘের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার রাষ্ট্রসংঘের ৭৫ তম সাধারণ সভায় ভিডিও বক্তৃতায় মোদি বলেন, গত ৬-৯ মাস গোটা বিশ্ব করোনার সঙ্গে যুদ্ধ করছে। এই অতিমারির সময় রাষ্ট্রসংঘের যৌথ লড়াই কোথায়? কোথায় তার কার্যকরী প্রতিক্রিয়া? সবথেকে বড় করোনা টিকা উৎপাদনকারী দেশ হিসেবে তিনি বিশ্বকে আশ্বস্ত করেছেন, ভারতের টিকা উৎপাদন ও বন্টনের পুরো ক্ষমতা সবার সাহায্য়ের জন্য ব্যবহার করা হবে। তিনি বলেন, আত্মনির্ভর হওয়ার দিকে এগোচ্ছে ভারত। তাতে লাভ হবে বিশ্ব অর্থনীতিরও। এই কঠিন সময়েও ভারত দেড়শোরও বেশি দেশকে জরুরি ওষুধ সরবরাহ করেছে। তাঁরপ খতায়, মানবতার শত্রুদের বিরুদ্ধে প্রতিবাদ করতে পিছপা হবে না ভারত। সন্ত্রাস, অবৈধ অস্ত্রশস্ত্র, মাদক ও টাকা পাচারের মতো অপরাধের বিরুদ্ধে লড়াই করবে ভারত। নিঃস্বার্থভাবে তাঁর দেশ প্রতিবেশিদের পাশ রয়েছে। শান্তিরক্ষায় সবথেকে বেশি সেনা এই দেশেই প্রাণ বিসর্জন দিয়েছেন। তাঁর দাবি, একমাত্র ভারতেই গর্ভবতীদের ২৬ সপ্তাহ সবেতন মাতৃত্বকালীন ছুটি দেওয়া হয়। তৃতীয় লিঙ্গের নাগরিকদেরও বিশেষ সুবিধা দেওয়া হয়। সরকারি সুবিধা যাতে সবার কাছে পৌঁছয় সেদিকে নজর রাখা হয়।
إرسال تعليق
Thank You for your important feedback