৯ বছরের নাবালিকা মেয়েকে কয়েক মাস ধরেই ক্রমাগত ধর্ষণ করত সৎ বাবা। বুধবার বিকেলে ঘটনাটি জানাজানি হতেই ব্যপক চাঞ্চল্য ছড়াল হুগলির গুড়াপে। এই ঘটনায় পুলিশ গ্রেফতার করেছে প্রবীর দাস নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। প্রতিবেশীরাই পুলিশে অভিযোগ দায়ের করেছেন। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, হুগলির গুড়াপ থানার বেনিয়াপুকুর পাড় এলাকায় প্রবীর দাস দীর্ঘদিনের বাসিন্দা। এটা প্রবীরের দ্বিতীয় বিয়ে। বর্তমান স্ত্রীর আগের পক্ষের সন্তান ৯ বছরের নাবালিকাকে সে বেশ কয়েকমাস ধরেই ধর্ষণ করত বলে অভিযোগ। বিষয়টি জানাজানি হতেই এলাকার মহিলারা সোচ্চার হয়। তাঁরাই ওই নির্যাতিতা নাবালিকাকে সঙ্গে নিয়ে স্থানীয় পঞ্চায়েত প্রধানের কাছে যান। তিনিই গুড়াপ থানায় খবর দেন। বুধবার রাতেই পুলিশ অভিযুক্ত প্রবীর দাসকে গ্রেফতার করেছে। পাশাপাশি নির্যাতিতা নাবালিকার মেডিকেল পরীক্ষা করে তাঁকে সরকারি হোমে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার অভিযুক্তকে চুঁচুড়া আদালতে তোলা হবে। এই ঘটনায় এলাকায় চাপা উত্তেজনা রয়েছে।
إرسال تعليق
Thank You for your important feedback