এবারের IPL শুরুর আগে অফিসিয়াল চ্যানেলকে দেওয়া এক সাক্ষৎকারে দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক শ্রেয়াস আইয়ার বলেছিলেন, তিনি তাঁর খেলার উপদেশ পান কোচ রিকি পন্টিং এবং সৌরভ গঙ্গোপাধ্যায়ের কাছ থেকে। এই বক্তব্য নিয়ে শুরু হয় বিতর্ক। বলা হয়, BCCI এর সভাপতি কী করে একজন খেলোয়াড়ের উপদেষ্টা হন? যদিও গতবছর সৌরভ দিল্লি দলের উপদেষ্টা ছিলেন। কিন্তু বিতর্ক থামেনি। এবারে ব্যাট হাতে নিলেন দাদা নিজেই। বললেন যে, তিনি ৫০০র উপর আন্তর্জাতিক ও সর্বভারতীয় ম্যাচ খেলেছেন। কাজেই বিরাট কোহলি হোক অথবা শ্রেয়াস, খেলোয়াড় হিসাবে উপদেশ দিতেই পারেন। চনমনে সোশ্যাল নেটওয়ার্কে দাদা ভক্তরা জানাল, ফের দাদা একটা বাপি বাড়ি যা শট নিয়ে ওভার বাউন্ডারি হাঁকালেন।
إرسال تعليق
Thank You for your important feedback