মঙ্গলবার রাতভর বৃষ্টির পর বুধবার সকালে কলকাতা ও আশপাশের জেলায় চলছে মাঝারি বৃষ্টি। আবহাওয়া দফতর জানাচ্ছে, আগামী কয়েক ঘণ্টায় কলকাতা ছাড়াও উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হুগলি, হাওড়া ও পূর্ব মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা। বুধবার থেকেই দুর্যোগ বাড়বে উত্তরবঙ্গে। উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ এখন ছত্তিশগড়ে অবস্থান করছে।। তবে বুধবারও দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে বিক্ষিপ্ত হবে। উত্তরবঙ্গের জেলাগুলিতে শনিবার পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে। একটানা বৃ্ষ্টিতে নদীর জলের স্তর বাড়তে পারে। বুধবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৫. ৪ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় বৃষ্টি হয়েছে ২৫.৩ মিলিমিটার।
إرسال تعليق
Thank You for your important feedback