সোমবার থেকেই উত্তরবঙ্গের কয়েকটি জেলায় ভারী বৃষ্টি হচ্ছে। মঙ্গলবার ভারী বৃষ্টির জেরে ধস নামল শিলিগুড়ি-কালিম্পঙ ১০ নম্বর জাতীয় সড়কে। এদিন ২৯ মাইল এলাকায় ব্যপক ধসে দার্জিলিং ও সিকিমগামী সমস্ত যান চলাচল বন্ধ হয়ে যায়। উল্লেখ্য, এই ১০ নম্বর জাতীয় সড়ক সিকিম ও দার্জিলিংয়ের লাইফ-লাইন বলেই পরিচিত। পাহাড়ে যাবতীয় রসদ পৌঁছানোর এটাই একমাত্র রাস্তা। ফলে এই রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় দুদিকেই প্রচুর গাড়ি আটকে যায়। তবে ধসের কবলে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। দ্রুততার সঙ্গেই রাস্তা পরিষ্কারের কাজ শুরু করেছে রাজ্যের পূর্তদফতর। বোল্ডার ও কাদামাটি সরানোর কাজ চলছে জোরকদমে। উল্লেখ্য, মঙ্গলবার সকাল থেকেই দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরমধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি ও কোচবিহার জেলায় ২০০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাতের আশঙ্কা করছেন আবহবিদরা।
إرسال تعليق
Thank You for your important feedback