আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত আনলক-৪ পর্ব চলবে। এরপর দেশ করোনা আবহে নিউ নর্ম্যালের আনলক ৫ পর্বে প্রবেশ করবে। শেষ চারটি আনলক পর্বে অনেক ক্ষেত্রেই বিধিনিষেধ শিথিল করেছে কেন্দ্রীয় সরকার। এবার সকলেরই চোখ কবে স্বাভাবিক হবে যাত্রীবাহী ট্রেনের পরিষেবা। পাশাপাশি শিক্ষাক্ষেত্রে কবে চালু হবে ক্লাস। সামনেই উৎসবের মরশুম, তার আগে কেন্দ্র কি আরও কিছু ছাড় দেবে? এই নিয়েই চলছে জোরদার চর্চা। তবে এই পর্বে বেশ কিছু বড় সিদ্ধান্ত নিতে পারে কেন্দ্রীয় সরকার, বিভিন্ন মহলে উঠে আসছে সেই তথ্য। উৎসবের মরশুম বলে সবচেয়ে বেশি ছাড় দেওয়া হবে পর্যটনে। এমনটাই আশা এই শিল্পের সঙ্গে যুক্ত মানুষজনের। পাশাপাশি স্কুল-কলেজ খোলা নিয়েও থাকতে পারে চমক। চলতি আনলক পর্বে মেট্রো চলাচলে ছাড় মিলেছিল। এবার লোকাল ও অন্যান্য যাত্রীবাহী ট্রেন নিয়েও ঘোষণা করতে পারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।
দেখে নেওয়া যাক কোন কোন ক্ষেত্রে মিলতে পারে ছাড়….
শিক্ষা:
স্কুল কলেজ নিয়ে বড় সিদ্ধান্ত নাও হতে পারে। কারণ অক্টোবর মাসটা দেশে উৎসবের মরশুম বলেই পরিচিত। তাই প্রাথমিক থেকে মাধ্যমিক পর্যন্ত স্কুলের পঠনপাঠন চালু নাও হতে পারে। গত পর্বে নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত স্কুল খোলার ছাড়পত্র দিয়েছিল কেন্দ্র। তবে অভিভাবকদের অনুমতিপত্র হাতে নিয়েই স্কুলে আসতে হচ্ছে পড়ুয়াদের। এই পর্বেও এই নিয়ম থেকে যাবে বলেই মনে করছে শিক্ষামহল। তবে স্নাতক ও স্নাতকোত্তর স্তরে চালু হবেনা পুরোদমে পঠনপাঠন। ইতিমধ্যেই ইউজিসি নতুন শিক্ষাবর্ষের দিনক্ষণ ঘোষণা করেছে। নভেম্বর মাস থেকেই খুলবে কলেজ ও বিশ্ববিদ্যালয়।
পর্যটন:
করোনার ধাক্কায় সবচেয়ে বিপর্যস্ত হয়েছে পর্যটন শিল্প। লকডাউনের জন্য বন্ধ ছিল সমস্ত পর্যটন কেন্দ্র। ফলে এই শিল্পের সঙ্গে যুক্ত মানুষজন কাজ হারিয়েছেন সবচেয়ে বেশি। আনলক-৫ পর্বে এই শিল্পেই সবচেয়ে বেশি ছাড় ঘোষণা হতে পারে বলে মনে করছেন বিভিন্ন মহল। ইতিমধ্যেই ঐতিহাসিক সৌধ সহ বেশ কিছু পর্যটন কেন্দ্র খুলে দেওয়া হয়েছে। জঙ্গল ও জাতীয় উদ্যানগুলিও পর্যটকদের জন্য খোলা হয়েছে। পর্যটকদের রাজ্যে ঢোকার বিধিনিষেধ শিথিল করেছে অনেকগুলি রাজ্যই। তবে ট্রেন চালু না হলে পর্যটনের প্রসার হবে না বলেই জানাচ্ছেন এই শিল্পের সঙ্গে যুক্ত মানুষজন। ফলে এই পর্বে পর্যটনে ছাড় দেওয়া হতে পারে বলেই আশা করছেন ব্যবসায়ী থেকে হোটেল মালিক সংগঠনগুলি।
বিনোদন:
করোনা সংক্রমণের জেরে এখনও বন্ধ সিনেমা হল, মাল্টিপ্লেক্স। তবে গত পর্বে সমস্ত বিধিনিষেধ মেনে শপিং মল, রেস্তরাঁ, জিম, সেলুন চালু করে দেওয়া হয়েছিল। এই পর্বে সিনেমা হল ও মাল্টিপ্লেক্স ও থিয়েটার চালুর অনুমতি দেওয়া হতে পারে।
রেল:
গত ১৭ সেপ্টেম্বর রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান ভি কে যাদব বলেছিলেন, ‘সংশ্লিষ্ট রাজ্য সরকার প্রস্তুত থাকলে এবং তারা যদি আমাদের জানায়, তবেই আমরা শহরতলিতে রেল পরিষেবা পুনরায় চালু করার কথা বিবেচনা করব’। অপরদিকে পশ্চিমবঙ্গ সরকারও চাইছে লোকাল ট্রেনের আংশিক পরিষেবা চালু হোক। ফলে আনলক-৫ পর্বে লোকাল ট্রেন চালু হয় কিনা সেটাই সবচেয়ে বড় প্রশ্ন। যদিও এই ব্যপারে এখনও স্পষ্ট করে কিছু বলেনি রেলমন্ত্রক। তবে সূত্রের খবর, লোকাল ট্রেন সহ যাত্রীবাহী প্যাসেঞ্জার ট্রেনের রেক সাফাই ও সারানোর কাজ জোরকদমে শুরু করেছে রেল কর্তৃপক্ষ। পাশাপাশি বিশেষ দূরপাল্লার ট্রেনের সংখ্যাও বৃদ্ধি হয়েছে গত দু’মাসে। এছাডা়ও বেশি চাহিদা থাকা রুটে ‘ক্লোন ট্রেন’ চালাচ্ছে রেল। মেট্রো পরিষেবা স্বাভাবিক হয়েছে। ফলে এবার লোকাল ট্রেনও চালুর অনুমতি দিতে পারে রেলমন্ত্রক।
অর্থনৈতিক কাজকর্ম:
রবিবারই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৭টি রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করে করোনা পরিস্থিতি পর্যালোচনা করেন। এর আগেও কয়েকবার মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেছেন তিনি। সূত্রের খবর, করোনা সংক্রমণ রুখতে কনটেনমেন্ট জোন এবং লকডাউনের বিষয়টি পুনর্মূল্যায়ন করার ইঙ্গিত দিয়েছেন প্রধানমন্ত্রী। লকডাউনের কারণে যাতে অর্থনৈতিক কাজের গতি বাধাপ্রাপ্ত না হয়, সেটা নিশ্চিত করতেও বলেছিলেন মোদি। মাইক্রো কনটেনমেন্ট জোন তৈরি করে বাকি অংশে ছাড় দিতে পারে কেন্দ্র।
إرسال تعليق
Thank You for your important feedback