অস্ট্রেলিয়ায় আটকে ১৮০টি তিমি, মারা গেল ৯০টি

 

 

আটকে যাওয়ার পরে ৯০ টি তিমি মারা গেল দক্ষিণ অস্ট্রেলিয়ায় প্রত্যন্ত উপসাগরে। উদ্ধারকারীরা জানাচ্ছেন যে আরও ১৮০ টি তিমি এখনও আটকে রয়েছে, তাদের উদ্ধার করাই চ্যালেঞ্জের। বিজ্ঞানীরা বলেছেন, তাসমানিয়ার পশ্চিম উপকূলে ম্যাককুরি হারবারের সমুদ্রতটে বড় পাখনা যুক্ত দুটি পাইলট তিমি আটকে যায়। সরকারি সামুদ্রিক বিজ্ঞানী ক্রিস কার্লয়ন জানিয়েছেন, প্রায় ২৭০টি আটকে যাওয়া প্রাণীর মধ্যে এক তৃতীয়াংশের মৃত্যু হয়েছে সোমবার গভীর রাত পর্যন্ত। বাকিদের উদ্ধার করাই এখন মূল লক্ষ্য। এটা করতে বেশ কিছুদিন সময় লাগবে বলেও জানা যাচ্ছে। তিমি একসঙ্গে দল বেঁধেই আসে তবে দীর্ঘ কয়েক দশকে এতগুলো তিমির একটি দলকে এভাবে তাসমানিয়ার এই অঞ্চলে আগে দেখা যায়নি। প্রায় ৬০ জনের একটি উদ্ধারকারী দলকে প্রচন্ড ঠান্ডা, আবহাওয়া সংক্রান্ত চাপ সহ একাধিক বিষয় উপেক্ষা করে উদ্ধার কাজ চালাতে হবে।

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم