আবার রাজ্য সরকারের বিরুদ্ধে তুমুল আক্রমণ শানালেন রাজ্যপাল জগদীপ ধনখড়। নিশানায় মুখ্যমন্ত্রী ও রাজ্য পুলিশের ডিজি। সোমবার রাজভবনে সাংবাদিক সম্মেলনে রাজ্যপাল জগদীপ ধনকড় বলেন, পশ্চিমবঙ্গ সন্ত্রাসবাদের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। এখানে গণতন্ত্র ভূলুণ্ঠিত। মুখ্যমন্ত্রীকে তাঁর অনুরোধ, হার্মাদদের ক্ষমতার অলিন্দে ঢোকা বন্ধ করুন। একই সঙ্গে রাজ্যে আইনশৃঙ্খলা ব্যবস্থা বলে কিছু অবশিষ্ট নেই বলে তাঁরা দাবি। পশ্চিমবঙ্গে ইলেক্ট্রনিক নজরদারি চলছে। ন্যায্য কথা বললেই তার ওপর নজরদারি শুরু করছে সরকার।
তাঁর কথায়, মুখ্যমন্ত্রী রাজ্যপালের ভূমিকা বুঝতে ভুল করেছেন। তিনি আমাকে লিখেছেন, কোনও অভিযোগ থাকলে আমাকে জানান, প্রকাশ্যে মুখ খুলবেন না। আমি তার সাধ্যমতো সমাধানের চেষ্টা করব। কিন্তু কোনও সমস্যার সমাধান না করতে পারলে কিছু করার নেই ধনকড় বলেন, রাজ্যপাল রাবার স্ট্যাম্প নন। তাঁর অভিযোগ, নির্লজ্জের মতো সরকারের তোষামদ করে চলেছেন ডিজি বীরেন্দ্র। রাজ্যপালের প্রশ্ন, তাঁকে রাজ্যের খুঁটিনাটি জানানো হচ্ছে না কেন? মানুষ যাতে সঠিক তথ্য না পায় সে কারণেই তাঁকে এড়িয়ে চলা হচ্ছে। সরাসরি মুখ্যমন্ত্রীর নাম করে রাজ্যপাল বলেন, আমি মুখ্যমন্ত্রীকে অনুরোধ করব আমাকে সব জানানোর জন্য, আমি সব বিষয়েই খোঁজ নেব। আমার অনুরোধ উপেক্ষা করা হচ্ছে, মুখ্যমন্ত্রী রাজ্যপালের প্রশ্নের উত্তর দেন না, এ কীসের উদারহণ?
إرسال تعليق
Thank You for your important feedback