২৮ অক্টোবর থেকে ৭ নভেম্বর তিন দফায় বিহার বিধানসভার ভোট

 

বিহার বিধানসভার ভোট হবে তিন দফায়। প্রথম দফায় ২৮ অক্টোবর। দ্বিতীয় দফা ৩ নভেম্বর ও তৃতীয় দফা ৭ নভেম্বর। ভোটগণনা ১০ নভেম্বর। মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা শুক্রবার নির্বাচনের দিন ঘোষণা করেছেন। এবার ভোটদানের সময় এবার একঘণ্টা বাড়ানো হয়েছে। সকাল সাতটা থেকে সন্ধে ছটা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। কোয়ারেন্টাইনে থাকা করোনা আক্রান্তরা নিজেদের কেন্দ্রে ভোট দিতে পারবেন শেষদিনে। করোনা পজিটিভরা ভোট দেবেন শেষ ঘণ্টায়। প্রচার হবে ভার্চুয়াল। মনোনয়নপত্র পেশ ও জামানতের টাকাও জমা দেওয়া যাবে অনলাইনে।
গতসপ্তাহেই উপ মুখ্য নির্বাচন কমিশনার বিহার ঘুরে বিশদ রিপোর্ট পেশ করেছেন দিল্লিতে। ২৯ নভেম্বর শেষ হচ্ছে বিধানসভার মেয়াদ। বিজেপির সমর্থনে মুখ্যমন্ত্রী নীতীশ কুমার লড়বেন চতুর্থবারের জন্য। তাঁর বিরুদ্ধে প্রধান প্রতিপক্ষ কংগ্রেস আর লালুপ্রসাদের আরজেডি। এনডিএ-র মোট আসন এখন ১৩০। জেডি (ইউ) ৬৯. বিজেপি ৫৪, লোকজনশক্তি ২, হিন্দুস্তান আওয়ামি পার্টি ১, নির্দল ৪। মহাগঠবন্ধনের আসন ১০১টি। রাষ্ট্রীয় সমাজবাদী দল ৭৩,কংগ্রেস ২৩, সিপিআই-এম এল (লিবারেশন) ৩, নির্দল ১। এছাড়া রয়েছেন এআইএমআইএমের ১ বিধায়ক। খালি রয়েছে ১২টি আসন। তবে ভোটের আগে যেমন রামবিলাস পাসোয়ানের লোকজনশক্তি পার্টির সঙ্গে নীতীশ ও বিজেপির মতভেদ বাড়ছে, তেমনই ফাটল ধরেছে তেজস্বী যাদবের সঙ্গে গঠবন্ধনের শরিকদের মধ্যেও।
নির্বাচন কমিশনার জানান, ৭ লক্ষ স্যানিটাইজার, ৪৬ লাখ মাস্ক, ৬ লাখ পিপিই কিট, ৭ লাখ ৬০ হাজার ফেসশিল্ড ও ২৩ লাখ গ্লাভসের ব্যবস্থা করা হচ্ছে। কোরনা আবহে আগের সব নির্বাচন থেকে এই নির্বাচন হবে একেবারেই আলাদা। দোরে দোরে প্রচারে কেবল পাঁচজন থাকতে পারবেন। রোজ শোয়ে পাঁচটির বেশি গাড়ির কনভয় নিয়ে যাওয়া যাবে না প্রার্থীদের। বাড়ানো হচ্ছে ভোটকেন্দ্র। সর্বোচ্চ হাজার ভোটার থাকবেন ভোটকেন্দ্রে। ভোটারদের মাস্ক পরতে হবে। পরিচয় দেওয়ার জন্য অল্পক্ষণ তা খোলা যাবে। বিহার বিধানসভা ভোটের সঙ্গেই ১৫টি রাজ্যের ৬৪টি বিধানসভা ও বিহারের বাল্মীকিনগর লোকসভা কেন্দ্রের উপনির্বাচনও হবে। অতি বৃষ্টি ও করোনা মহামারির জন্য ওই নির্বাচন পিছিয়ে গিয়েছিল।

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم