লাদাখকে ভারতের অংশ বলে মানেই না চিন, ফের প্ররোচনা চিনের

 

লাদাখে এখনও মুখোমুখি দাঁড়িয়ে ভারত ও চিনের সেনাবাহিনী। শীত আসন্ন তবুও সেনা সরানোর মতো পরিস্থিতি তৈরি হয়নি বলেই দাবি করছে ভারত। উল্টে যে কোনও পরিস্থিতির জন্য বাড়তি সেনা ও রসদ মজুত করেছে ভারতীয় সেনা। এই পরিস্থিতে ফের প্ররোচনামূলক মন্তব্য চিনের। ওই দেশের বিদেশমন্ত্রকের মুখপাত্র ওয়াং ওয়েনবিন জানিয়ে দিলেন, ‘বেআইনিভাবে লাদাখকে কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করেছে ভারত। একে মান্যতা দেয় না চিন’। এই খবর টুইট করেছে চিনের সরকারি সংবাদপত্র গ্লোবাল টাইমস। যদিও ওই খবরে চিনের বিদেশমন্ত্রকের মুখপাত্রকে উদ্ধৃত করে এও জানানো হয়েছে, ‘ভারত-চিন দু’পক্ষই আলোচনার মাধ্যমে ঠিক করেছে, পরিস্থিতিকে আরও জটিল করতে পারে, সীমান্ত এলাকায় এমন কোনও পদক্ষেপ কেউ করবে না’। উল্লেখ্য, জম্মু-কাশ্মীরের সঙ্গে লাদাখকেও কেন্দ্রশাসিত রাজ্যের মর্যাদা দিয়েছে ভারত। এটার পরই লাদাখে অনুপ্রবেশের মতো ঘটনা ঘটায় চিনা সেনা। পরিস্থিতি এমন পর্যায়ে যায় দুদেশের বাহিনীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষও হয়। তাতে ২০ ভারতীয় সেনার মৃত্যু হয়েছে। হতাহত হয়েছিল চিনের তরফেও। এরপর দু’দেশের মধ্যে বেশ কয়েকবার সামরিক ও কূটনৈতিক আলোচনা হয়েছে। তবুও উত্তেজনা কমেনি পূর্ব লাদাখে। এবার চিনের তরফে বুঝিয়ে দেওয়া হল তাঁরা উত্তেজনা প্রশমনে মোটেও উৎসাহী নয়। বরং আবারও প্ররোচনামূলক কথা বলে উত্তেজনার আগুনে ঘি ঢালল বেজিং। তবে চিনের এই মন্তব্যের কোনও প্রতিক্রিয়া এখনও দেয়নি নয়া দিল্লি।

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم