বিরুস্কাকে নিয়ে ইঙ্গিতপূর্ণ ‘ঠাট্টা’ গাভাস্করের, কমেন্ট্রি থেকে বাদ দেওয়ার দাবি


 ইদানিং একদম ফর্মে নেই বিরাট কোহলি। বিশ্বকাপের পর থেকেই পুরোনো খেলা ফিরে পাচ্ছেন না। এবারে আইপিএলের দুটি ম্যাচেও রান পাননি। আর ফিল্ডিংয়ের অবস্থাও খুব খারাপ। ফলে বিরাট কোহলির ফিটনেস নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন তুলতে শুরু করেছেন ক্রিকেটপ্রেমীরা। এরমধ্যেই বিরাট-অনুস্কাকে নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করে বিরাট ভক্তদের বিরাগভাজন হলেন সুনীল গাভাস্কার। বৃহস্পতিবার কিংস ইলেভেন পাঞ্জাবের সঙ্গে খেলায় দু-দুটি ক্যাচ ফেলেন আরসিবি অধিনায়ক বিরাট। কেএল রাহুলের দুটি ক্যাচ ফেলার পর ১৩২ রানের ইনিংস খেলে পাহাড় প্রমান রানের বোঝা চাপিয়ে দেন রাহুল। এদিন কমেন্ট্রি বক্স থেকে এই প্রসঙ্গে বলতে গিয়ে বেফাঁস মন্তব্য করে বসেন ভারতের প্রাক্তন তারকা ক্রিকেটার সুনীল গাভাস্কার। তিনি বলেন, ‘কোহলি লকডাউনে অনুষ্কার বলেই কেবল অনুশীলন করেছে’। এরপরই নিন্দার ঝড় উঠেছে নেটিজেনদের মধ্যে। বিশেষ করে বিরাট ভক্তদের বক্তব্য, শুধু বিরাট নয়, তাঁর স্ত্রী অনুস্কাকেও অপমান করেছেন সুনীল। এটা অত্যন্ত কুরুচীকর মন্তব্য বলেই মনে করছেন বিরাট ভক্তরা। এমনকি সুনীলকে আইপিএলের ধারাভাষ্যকারদের প্যানেল থেকে সরিয়ে দেওয়ার দাবি উঠতে শুরু করেছে ইতিমধ্যেই। যদিও একাংশের দাবি, কাউকে অপমান করার উদ্দেশে এমন মন্তব্য করেননি গাভাস্কার। তিনি হয়ত লকডাউনের সময় সেই ভাইরাল হওয়া একটি ভিডিওর প্রেক্ষিতেই এমন মন্তব্য করেছেন। ওই ভিডিওতে দেখা গিয়েছিল স্ত্রী অনুস্কার সঙ্গে ক্রিকেট খেলছেন বিরাট। তবে অনেকেই মানছেন শব্দ চয়নের ক্ষেত্রে আরও সতর্ক হওয়া উচিৎ ধারাভাষ্যকারদের।

 

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم