চার্লি হেবদোর অফিসের কাছেই ছুরির হামলায় জখম ২


সেই চার্লি হেবদো। শুক্রবার সকালে প্যারিসে ব্যঙ্গ পত্রিকা চার্লি হেবদোর আগেকার অফিসের কাছেই ঘটল ছুরি নিয়ে হামলার ঘটনা। গুরুতর জখম হয়েছেন এক মহিলা ও এক পুরুষ। শহরের বাস্তিল এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে ২ জনকে। বন্ধ করা হয়েছে বাস্তিল মেট্রো স্টেশন। নাগরিকদের ওই এলাকায় যেতে বারণ করা হয়েছে। স্কুলের সব পড়ুয়াকে স্কুলেই বন্ধ করে রাখা হয়। চার্লি হেবদোর অফিসে ২০১৫ সালে ইসলামি সন্ত্রাসবাদী হামলায় মারা গিয়েছিলেন ১২ জন সাংবাদিক ও কার্টুনিস্ট। সেই মামলার বিচার শুক্রবার শুরু হয়েছে। ধৃত সন্ত্রাসবাদীরা আল কায়দার। সৈদ ও শেরিফ কোয়াচি নামে দুই ভাই ছিল হামলার পিছনে। হামলার পরদিন খুন হন এক মহিলা পুলিশ অফিসার। তার পরের দিন আটকে রেখে মারা হয় চারজনকে। চার্লি হেবদো বিচারের শুরুতে ফের মহম্মদের বিতর্কিত কার্টুনগুলি ফের ছাপায়। তাতে বিশ্বজুড়ে নিন্দাও হয়েছে। আল কায়দা হুমকি দিয়েছে, ২০১৫ সালের ঘটনার পুনরাবৃত্তি হবে।

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم