আল কায়দার জঙ্গিদের কাছে কাশ্মীরের ফোন নম্বর, অ্যাকাউন্টে বহু টাকার হদিশ 

এ রাজ্য থেকে ধৃত ছয় আল কায়দার জঙ্গির মধ্যে আতিউর রহমান ও নাজমুস শেখ এই দুইজন ছাত্রের ফোন থেকে বেশকিছু নম্বর পাওয়া গেছে যেগুলি কাশ্মীরের। দুই ছাত্রের পাশাপাশি মুর্শিদ হাসান ও আবু সুফিয়ান এই চারজনের ব্যাংক একাউন্ট খতিয়ে দেখে তথ্য উঠে আসছে, এই চারজনের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে লক্ষাধিক টাকা লেনদেন করা হয়েছে। এই টাকা কোথা থেকে কোথায় গিয়েছে এবং কাশ্মীরের যে নম্বরগুলো পাওয়া গিয়ে তারা কারা এবং তাদের সঙ্গে কী সম্পর্ক, তারা এদের ইনফর্মার ছিল কিনা সেই বিষয়গুলি রবিবার দিনভর জেরায় জানার চেষ্টা করছে এনআইএ গোয়েন্দা সংস্থা। মুর্শিদাবাদে ধৃত ৬ আল-কায়দা জঙ্গিকে শনিবারই কলকাতায় আনা হয়েছে। উল্লেখ্য, শুক্রবার গভীর রাত থেকে মুর্শিদাবাদের জঙ্গীপুর মহকুমার বিভিন্ন এলাকায় আভিযান চালিয়ে ৬ আল কায়দা জঙ্গিকে গ্রেফতার করেছিল এনআইএ। শনিবার ধৃতদের একজন নাজমুস সাকিব ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র ও আতিউর রহমান কলেজ পড়ুয়া। সে করিমপুরে নেতাজি মহাবিদ্যালয়ের ছাত্র। দুজনের বাড়ি থেকেই মোবাইল, ল্যাপটপ ও বেশ কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র বাজেয়াপ্ত হয়েছে।

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم