পুজোর আগেই দার্জিলিং মেল-সরাইঘাট সহ একাধিক ট্রেন চালানোর তোড়জোড়

 

প্রতিবছরই দুর্গাপুজোর সময় পর্যটকদের ভিড়ে হিমশিম দশা হয় হাওড়া-শিয়ালদা থেকে ছাড়া দূরপাল্লার ট্রেনগুলিতে। কিন্তু এবছর করোনা আবহে সে চিত্র কি আদৌ দেখা যাবে? যদিও আনলক পর্বে বিভিন্ন পর্যটন কেন্দ্র খুলে দেওয়া হয়েছে। তাই দূরপাল্লার ট্রেন চালু হলেই পর্যটকদের ভিড় বাড়বে বলেই মনে করছেন পূর্ব রেলের কর্তারা। তাই পূর্ব রেল চিঠি দিল রেল বোর্ডকে। সূত্রের খবর, জনপ্রিয় এবং লাভজনক ১৩টি রুটে ট্রেন চালানোর আবেদন জানিয়ে রেল বোর্ডকে চিঠি দিয়েছেন পূর্ব রেলের প্রিন্সিপাল চিফ কমারশিয়াল ম্যানেজার। পূর্ব রেলের তিনটি ডিভিশন হাওড়া, শিয়ালদা ও মালদা থেকেই চলাচল করত এই ট্রেনগুলি।


 

 জানা যাচ্ছে দার্জিলিং মেল, সরাইঘাট এক্সপ্রেস, শিয়ালদা রাজধানী, হাওড়া-জম্বু তাওয়াই, মিথিলা এক্সপ্রেসের মতো ট্রেন চালু করার আবেদন করা হয়েছে। যেগুলি পুজোর আগেই চালু করে দেওয়ার আবেদন জানানো হয়েছে রেল বোর্ডকে লেখা চিঠিতে। জানা যাচ্ছে এই ট্রেনগুলি চালু হলে রেলের কোষাগারে বাড়তি ২৩ কোটি টাকা ঢুকবে। উৎসবের মরশুমে দূরপাল্লার কয়েকটি ট্রেনে ব্যাপক চাহিদা থাকে। ফলে ওই রুটে প্রতিবছরই স্পেশাল ট্রেন চালাতে হয় রেলকে। কিন্তু এবছর করোনা সংক্রমণের জেরে বন্ধ বেশিরভাগ যাত্রীবাহী ট্রেন। চলছে ২৫০টির মতো বিশেষ দূরপাল্লার ট্রেন। এরমধ্যে উত্তরবঙ্গের জন্য চলছে একটি মাত্র ট্রেন পদাতিক এক্সপ্রেস। যার টিকিটের চাহিদা তুঙ্গে। ফলে দার্জিলিং মেল ও সরাইঘাট এক্সপ্রেস চালু হলে উত্তরবঙ্গে যাতায়াতকারী যাত্রী ও পর্যটকদের সুবিধাই হবে।

১৩টি ট্রেনের তালিকা-

  • শিয়ালদা-নিউ জলপাইগুড়ি দার্জিলিং মেল
  • হাওড়া-গুয়াহাটি সরাইঘাট এক্সপ্রেস
  • শিয়ালদা-নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেস
  • শিয়ালদহ-জয়নগর গঙ্গাসাগর এক্সপ্রেস
  • কলকাতা-অমৃতসর এক্সপ্রেস
  • কলকাতা থেকে গোরক্ষপুর পূর্বাঞ্চল এক্সপ্রেস
  • কলকাতা-যোগবাণী ত্রি-সাপ্তাহিক এক্সপ্রেস
  • হাওড়া-রক্সৌল মিথিলা এক্সপ্রেস
  • হাওড়া-জামালপুর এক্সপ্রেস
  • হাওড়া-জম্মু তাওয়াই হিমগিরি এক্সপ্রেস
  • মালদহ টাউন-দিল্লি ত্রি-সাপ্তাহিক ফরাক্কা এক্সপ্রেস
  • আসানসোল-ছত্রপতি শিবাজী টার্মিনাস সাপ্তাহিক এক্সপ্রেস
  • জসিডিহ-তাম্বারাম সাপ্তাহিক এক্সপ্রেস

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم