আইপিএলের শুরুতেই কলকাতায় পর্দাফাঁস বেটিং চক্রের

 

 করোনা ভীতি কাটিয়ে বিদেশে সবে শুরু হয়েছে আইপিএল। এরমধ্যেই সক্রিয় বেটিং চক্র। বৃহস্পতিবার রাতভর অভিযান চালিয়ে কলকাতায় এক বেটিং চক্রের পর্দাফাঁস করল পুলিশ। বিভিন্ন এলাকায় তল্লাশি চালিয়ে গ্রেফতার করা হয়েছে ৯ জনকে। তাঁদের জেরা করে পুলিশ জানার চেষ্টা করছে এই চক্রে আরও কেউ জড়িত রয়েছে কিনা। লালবাজার সূত্রে জানা গিয়েছে, শহরের কয়েকটি হোটেল ও বাড়িতে রমরমিয়ে চলছিল ক্রিকেট বেটিং। নির্দিষ্ট সূত্রে খবর পেয়েই বৃহস্পতিবার রাতে হানা দেন কলকাতা পুলিশের গোয়েন্দারা। প্রথমে পার্ক স্ট্রিট এলাকায় ধরা হয় তিনজনকে। তাঁদের কাছ থেকে বাজেয়াপ্ত করা হয় একাধিক মোবাইল ও ল্যাপটপ। 


 

এরপরই গোয়েন্দারা হানা দেয় উত্তর কলকাতার বটতলা, মধ্য কলকাতার হেয়ার স্ট্রিট, দক্ষিণ কলকাতার যাদবপুরে। বেশ কয়েকটি গেস্টহাউস ও বাড়িতে হানা দিয়ে আরও ৬ জনকে গ্রেফতার করে পুলিশ। মোট ১৭টি মোবাইল ফোন, ১৪টি ল্যাপটপ, তিনটি টিভি, একটি গাড়ি, নগদ দেড় লাখ টাকা বাজেয়াপ্ত করেছে পুলিশ। জানা যাচ্ছে পুলিশের নজরদারি এড়াতে বেটিং চক্রের পাণ্ডারা কয়েকটি অ্যাপ ও ওয়েবসাইটের মাধ্যমে কাজ করছেন। পাশাপাশি এই চক্রের যোগাযোগ রয়েছে মুম্বই সহ দেশের আরও কয়েকটি বড় শহরের জুয়াড়িদের সঙ্গে।

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم