দেশে করোনায় আক্রান্তের সংখ্যা ৫৭ লাখ পেরিয়ে গেল। বৃহস্পতিবার নতুন সংক্রমণ হয়েছে ৮৬,৫০৮ জন। মারা গিয়েছেন ৯১.১৪৯ জন। একদিনে মৃত ১,১২৯ জন। এখন মোট করোনা সংক্রমিত ৫৭,৩২,৫১৯ জন। তবে পরপর ৫ দিন আক্রান্তের থেকে সুস্থ হওয়ার সংখ্যা বেড়েছে। অ্যাক্টিভ কেসের সংখ্যা কমেছে টানা ৬ দিন। এটা অবশ্যই আশার খবর বলে মনে করছেন বিশেষজ্ঞমহল। তবে অ্যাক্টিভ কেস বেড়েছে মহারাষ্ট্রে। নমুনা পরীক্ষার সংখ্যা প্রতি দশলাখ জনসংখ্যায় ৪৮,০২৮টি। তামিলনাডুতে সুস্থতার হার ৯০ শতাংশ, উত্তরপ্রদেশে ৮১.৯ শতাংশ। অন্যদিকে, চিন্তা বেড়েছে মহারাষ্ট্র সরকারের। সেরাজ্যে ২,০৬১ কারাবন্দি ও ৪২১ জেলকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন। এপর্যন্ত ৬ বন্দি ও ৫ কারাকর্মী করোনায় মারা গিয়েছেন।
إرسال تعليق
Thank You for your important feedback