কৃষি বিলের পক্ষে ফের জোরদার সওয়াল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। তাঁর কথায়, যারা কৃষি বিলের বিরোধিতা করছে, তাঁরা কৃষকদের অপমান করছে। সংসদের গত অধিবেশন কৃষক, শ্রমিক ও স্বাস্থ্যের বিষয়ে অনেক সংস্কার আনা হয়েছে। দেশের শ্রমিক, যুব সম্প্রদায়, মহিলা ও কৃষকদের আরও দৃঢ় করবে এই সংস্কার। তবে দেশ এটাও দেখছে কীভাবে কিছু মানুষ শুধু বিরোধিতা করবে বলে এর বিরোধিতা করছে। কৃষকরা যে যন্ত্রকে পুজো করে, তা পুড়িয়ে দিয়ে কৃষকদের অপমান করছেন তাঁরা। মঙ্গলবার উত্তরাখণ্ডে ভিডিও কনফারেন্সে নমামি গঙ্গা মিশনের কিছু প্রকল্পের উদ্বোধন করে প্রধানমন্ত্রী বলেন, সংস্কারের ফলে কালো টাকার উৎস বন্ধ হয়ে গিয়েছে। তাই বিরোধিতা করছে বিরোধীরা। নতুন আইন বলবৎ হওয়ার পরও আগের মতোই ‘ন্যূনতম সহায়ক মুল্য দিয়েই সরকার ফসল কিনবে।
إرسال تعليق
Thank You for your important feedback