জঙ্গলে মাটি খুঁড়ে বেরোল ৩০টি বন্দুক

পশ্চিম মেদিনীপুর জেলার গোয়ালতোড় থানার উখলা গ্রাম লাগোয়া জঙ্গলে মাটি কাটার যন্ত্র দিয়ে (জেসিবি) মাটি খুঁড়ে উদ্ধার হলো ৩০টি  বন্দুক। কম্বলে মুড়ে প্লাষ্টিক দিয়ে রাখা ছিল বন্দুক| উদ্ধার হয়েছে টিফিন কৌটো ও ইলেকট্রিকের তার। শুক্রবার সকালে গোপন সূত্রে খবর পেয়ে ওই এলাকায় তল্লাশিতে যায় গোয়ালতোড় থানার পুলিশ। সেখান থেকে মাটি খুঁড়ে উদ্ধার এই বিপুল পরিমাণ অস্ত্র। বন্দুক গুলি কম্বলে মুড়ে পলিথিনের বস্তায় মাটির নিচে চাপা ছিল। গভীর জঙ্গলে এত বিপুল পরিমাণ অস্ত্র কারা মজুত করে রেখেছিল তা খতিয়ে দেখছে পুলিশ। এদিকে একসাথে এত বন্দুক উদ্ধার হয় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم